Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ বছরে দেড় লাখ রোহিঙ্গা শিশু জন্ম নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২২ ২২:৫৯ | আপডেট: ১০ এপ্রিল ২০২২ ২৩:০৭

ফাইল ছবি

ঢাকা: মিয়ানমারের রাখাইন থেকে বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্মহার নিয়ে উদ্বেগ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ পরিস্থিতিতে রোহিঙ্গাদের জন্ম নিয়ন্ত্রণে জোর দেওয়ার কথা বলেছেন তিনি।

বছরে প্রায় ৩৫ হাজার রোহিঙ্গা শিশুর জন্মের তথ্য জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গারা পাঁচ বছর হলো এই দেশে আশ্রয় নিয়েছে। অর্থাৎ এই পাঁচ বছরে রোহিঙ্গা শিশুর সংখ্যা বেড়েছে প্রায় দেড় লাখ।

বিজ্ঞাপন

রোববার (১০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির চতুর্থ সভায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা দেখেছি— রোহিঙ্গা ক্যাম্প এলাকায় জন্মহার আশঙ্কাজনকভাবে বাড়ছে। এ অবস্থায় আমাদের স্বাস্থ্য বিভাগ, ইসলামিক ফাউন্ডেশনসহ সবাইকে বলব— তারা যেন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারে সবাইকে… (উৎসাহিত করে)।

রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে রেশন বিতরণের নিয়ম পরিবর্তন করার কথাও জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, এতদিন রোহিঙ্গা জনগোষ্ঠীর সবাই সমান রেশন পেত। একটি রোহিঙ্গা শিশু যে হারে রেশন পেত, একজন বয়স্ক রোহিঙ্গাও সে হারে রেশন পেত। তবে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন থেকে বয়স বিবেচনা করে রেশন দেওয়া হবে।

রোহিঙ্গাদের মধ্যে অনেকেই অবৈধভাবে জাতীয় পরিচয়পত্র পেয়েছেন, কেউ কেউ পাসপোর্টও নিয়েছেন। এ ধরনের বেশকিছু খবর গণমাধ্যমে প্রকাশ পেয়েছেন। তবে রোহিঙ্গারা আর যেন অবৈধভাবে পাসপোর্ট করতে না পারে, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সভায় জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কক্সবাজারে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাইরে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ ৮০ শতাংশ শেষ হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

নব্বইয়ের দশকের পর ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের সরকার ও সেনাবাহিনীর চরম নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেন সাত লাখেরও বেশি রোহিঙ্গা নাগরিক। সব মিলিয়ে ১১ লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠী রয়েছেন বাংলাদেশে।

সবশেষ ২০১৭ সালে তারা বাংলাদেশে আসার পর থেকেই মিয়ানমার সরকারের সঙ্গে বাংলাদেশ সরকার তাদের প্রত্যাবাসন নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত সেই প্রত্যাবাসন প্রক্রিয়া আলোর মুখ দেখেনি। এদিকে, রোহিঙ্গা জনগোষ্ঠী আসার পর মূলত কক্সবাজারের বিভিন্ন শিবিরে আশ্রয় নিলেও সম্প্রতি নোয়াখালীর ভাসানচরে তাদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে। এখন পর্যন্ত ২৭ হাজারের বেশি রোহিঙ্গা নাগরিককে কক্সবাজারের বিভিন্ন শিবির থেকে সেখানে স্থানান্তর করা হয়েছে।

ফাইল ছবি

সারাবাংলা/ইউজে/টিআর

আসাদুজ্জামান খাঁন কামাল রোহিঙ্গা রোহিঙ্গা শিশু রোহিঙ্গাদের জন্মহার স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর