Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমি দুঃখিত, লজ্জিত, অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২২ ২১:০৩

ঠাকুরগাঁও: মাদক মামলার আসামির বিরুদ্ধে ব্যতিক্রমী এক রায় দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। আদালত বলেছেন, আসামিকে কারাদণ্ড ভোগ করতে হবে না। তবে আগামী এক মাস তাকে সচেতনতামূলক ফ্যাস্টুন বুকে ঝুলিয়ে আদালত চত্বরে প্রদর্শন করতে হবে। ফ্যাস্টুনে লেখা থাকবে— ‘মাদক ব্যবসার জন্য আমি দুঃখিত, লজ্জিত, অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী’, ‘মাদক দেশ ও দশের শত্রু, মাদক পরিহার করুন’।

রবিবার (১০ এপ্রিল) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন এই রায় দেন।

বিজ্ঞাপন

মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ জেলার রানীশংকৈল উপজেলার রাউথনগর গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায় ২০১৫ সালে মাদক ব্যবসার সঙ্গে জড়িত অপরাধে আব্দুল্লাহর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। সেই মামলার শুনানি শেষে বিচারক গাজী দেলোয়ার হোসেন প্রথমে ওই ব্যক্তির বিরুদ্ধে ১ বছরের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। এসময় আসামিপক্ষের আইনজীবী বিজ্ঞ আদালতের কাছে এই মর্মে দৃষ্টি প্রার্থনা করেন যে, আব্দুল্লাহ একজন দরিদ্র কৃষক। তার দুই মেয়ে পবিত্র কোরআনের হাফেজ। একজন হেফজ সম্পন্ন করেছেন, অপরজনের প্রায় শেষের দিকে। মাদক ব্যবসার জন্য তিনি দুঃখিত, লজ্জিত, অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী।

এমন কথা শোনার পর বিজ্ঞ আদালত রায় পরিবর্তন করে আবারও রায় ঘোষণা করেন। রায়ে উল্লেখ করেন যে, আব্দুল্লাহকে প্রতিদিন ১ ঘণ্টা করে এক মাসব্যাপী আদালত চত্বরে “ ‘মাদক ব্যবসার জন্য আমি দুঃখিত, লজ্জিত, অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী’, ‘মাদক দেশ ও দশের শত্রু, মাদক পরিহার করুন’- এমন লেখা সম্বলিত ব্যানার বুকে নিয়ে প্রদর্শন করতে হবে।

বিজ্ঞাপন

আসামীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন বলেন, বিজ্ঞ আদালত বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনায় নিয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে এই রায় দিয়েছেন।

সারাবাংলা/এসএসএ

টপ নিউজ ঠাকুরগাঁও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর