সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ২৫ এপ্রিল মধ্যে দেওয়ার নির্দেশ
১০ এপ্রিল ২০২২ ২০:১৫ | আপডেট: ১০ এপ্রিল ২০২২ ২১:৫৬
ঢাকা: সরকারি চাকুরেদের বেতন-ভাতা আগামী ২৫ এপ্রিলের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের বেতন-ভাতার ক্ষেত্রেও একই নির্দেশনা জারি করা হয়েছে।
রোববার (১০ এপ্রিল) অর্থমন্ত্রণালয়ের অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপ-সচিব এএসএম লোকমানের সই করা এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। আদেশ সংক্রান্ত চিঠিটি হিসাব মহানিয়ন্ত্রকের (সিজিএ) কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সরকারি বর্ষপঞ্জি ২০২২ অনুযায়ী ৩ মে (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এই অবস্থায় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারী ও সামরিক বাহিনীর নন-কমিশল্ড অফিসার-কর্মচারীদের এপ্রিলের বেতন-ভাতা এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের এপ্রিলের অবসর ভাতা ওই মাসের ২৫ তারিখের মধ্যে প্রদান করা হবে।
বাংলাদেশ ট্রেজারি রুলসের অধীনে প্রণীত সাবসিডিয়ারি রুলস (এস.আর) ১১৩(২) তে প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয় বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
সারাবাংলা/জিএস/পিটিএম