জাকাত ক্যালকুলেটরসহ ইসলামিক জীবনধারার সেবা যুক্ত হলো নগদে
১০ এপ্রিল ২০২২ ১৭:১৯ | আপডেট: ১০ এপ্রিল ২০২২ ১৮:২৩
ইসলাম ধর্মাবলম্বী গ্রাহকদের জন্য জাকাত ক্যালকুলেটরসহ ইবাদতের সহায়ক ইসলামি বিভিন্ন ধরনের সেবা নিয়ে এসেছে ‘নগদ ইসলামিক’। এর ফলে গ্রাহকেরা এখন থেকে নিজের জাকাতের হিসাব নিজেই করতে পারবেন। পাশাপাশি বিনামূল্যে প্রতিদিন পবিত্র কোরআন পাঠসহ ইবাদত সহায়ক সব সেবা পাবেন এই প্ল্যাটফর্মে।
নগদ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শরিয়া সুপারভাইজরি কমিটির তত্ত্বাবধানে পরিচালিত ‘নগদ ইসলামিক’-এর মাধ্যমে গ্রাহকেরা তাদের সুবিধামতো ঝামেলাহীনভাবে জাকাতের সঠিক পরিমাণ জেনে নিয়ে নিয়মিত জাকাত আদায় করতে পারবেন। গত তিন বছর ধরে ইসলামিক অর্থ ব্যবস্থাপনার নিশ্চয়তা দিয়ে চালু রয়েছে ‘নগদ ইসলামিক’ অ্যাকাউন্ট। সুদহীন এই এমএফএস অ্যাকাউন্টের মাধ্যমে ডোনেশন, হজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস পেমেন্ট, ইসলামিক ইন্স্যুরেন্সের পেমেন্টসহ নানা রকম সেবা উপভোগ করছেন গ্রাহকেরা।
মানুষের চাহিদার কথা বিবেচনা করে ‘নগদ ইসলামিক’-এর নতুন সংযোজন জাকাত ক্যালকুলেটর, যা গ্রাহকদের জাকাত হিসাব করার প্রক্রিয়াকে আরও সহজ করে দেবে।
নগদ বলছে, গ্রাহকেরা এখন থেকে ‘নগদ ইসলামিক’ ওয়েবসাইটের (nagadislamic.com.bd) মাধ্যমে সহজেই জাকাতের হিসাব নিজেই করতে পারছেন। সেক্ষেত্রে, ‘নগদ ইসলামিক’ ওয়েবসাইটে প্রবেশ করে জাকাত ক্যালকুলেটর অপশনটি বাছাই করতে হবে। এরপর বাৎসরিক আয়, বিনিয়োগ, সোনা এবং ঋণসহ পুরো বছরের সম্পদের পরিমাণের তথ্য দিতে হবে। পরবর্তী ধাপে ক্যালকুলেটরের নিচে ‘হিসাব করুন’ অপশনে ক্লিক করলেই জাকাতের সঠিক পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে জানা যাবে। খুব শিগগিরই নগদ অ্যাপেও পাওয়া যাবে এই সেবাটি।
এছাড়া প্রায় ২০টি ইসলামিক ও জাকাত ডোনেশন প্রতিষ্ঠানে সরাসরি জাকাত প্রদানের সুযোগও রয়েছে ‘নগদ ইসলামিক’-এর মাধ্যমে। সেক্ষেত্রে ‘নগদ ইসলামিক’ অ্যাপ থেকে ‘ডোনেশন’ অপশনে প্রতিষ্ঠানের মার্চেন্ট নম্বরে সরাসরি জাকাত পাঠানো যাবে। ফলে গ্রাহকেরা মোবাইলের মাধ্যমে ঘরে বসে জাকাত সংক্রান্ত যাবতীয় সব কর্মকাণ্ড ঝামেলাহীন উপায়ে পরিচালনা করতে পারবেন।
ওয়েবসাইটটিতে ‘ইসলামিক জীবন’ ও ‘ইবাদত প্রতিদিন’ এই দু’টি ফিচারে ক্লিক করলে সহজেই রোজা ও নামাজের সময়সূচি, বাংলা অর্থসহ আল কোরআন ও হাদিস পাঠসহ প্রতিদিনের ইবাদত সংক্রান্ত সব সেবা উপভোগ করতে পারছেন গ্রাহকেরা। ‘নগদ ইসলামিক’-এ অন্তর্ভুক্ত সব ইসলামিক কনটেন্ট ‘ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ’ দ্বারা অনুমোদিত।
‘নগদ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং নগদ ইসলামিকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য রাহেল আহমেদ বলেন, অন্যান্য সেবার পাশাপাশি গ্রাহকদের শুধু মোবাইলের মাধ্যমে জাকাতের সঠিক হিসাব করে নেওয়ার সুবিধা নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত। তিন বছর ধরে চালু থাকা ‘নগদ ইসলামিক’ অ্যাকাউন্ট এরই মধ্যে ব্যাপক সাড়া পেয়েছে। সেই ধারাবাহিকতায় আগামীতেও আরও নতুন নতুন সংযোজনের মাধ্যমে সেবাটি প্রসারে আমরা আরও সচেষ্ট থাকব।
সারাবাংলা/টিআর