লরির ধাক্কায় মোটরসাইকেলআরোহীর মৃত্যু
১০ এপ্রিল ২০২২ ১৭:৫৯
কুড়িগ্রাম: কুড়িগ্রামের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের ইসলামিক ফাউন্ডেশনের সামনে তেল বোঝাই একটি লরির ধাক্কায় মোটরসাইকেলের আরোহী এক নারীর মৃত্যু হয়েছে। ওই মোটরসাইকেলের চালকও দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
রোববার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম আশরাফুন নাহার মীম।
পুলিশ জানিয়েছে, নিহত মীমের বাড়ি চিলমারী উপজেলায়। আহত তরুণের নাম আশরাফুল ইসলাম বিপুল। তিনি কুড়িগ্রাম শহরের গড়ের পাড় এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, কুড়িগ্রাম শহর থেকে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন বিপুল ও মীম। এসময় রংপুরগামী একটি তেল বোঝাই লরি বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পরে দুর্ঘটনাস্থলেই মীমের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের চালক বিপুলকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তেল বোঝাই একটি লরির ধাক্কায় মোটরসাইকেলের আরোহী এক নারীর মৃত্যু হয়েছে। তিনি দুর্ঘটনাস্থলেই মারা গেছেন। আহত চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সারাবাংলা/টিআর