Sunday 02 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাট সীমান্তে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২২ ১৭:৪৫ | আপডেট: ১০ এপ্রিল ২০২২ ১৭:৪৬

লালম‌নিরহাট: আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে অজ্ঞাত এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ এপ্রিল) দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চওড়াটারী সীমান্তের ৯২৪ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব পিলার এলাকায় বাংলাদেশ অংশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভারতীয় এক নাগরিকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে। এরপর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পতাকা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে মরদেহ হস্তান্তরের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসএসএ

লালমনিরহাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর