Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চারদিন পর পুঁজিবাজারে পতন থেমেছে, বেড়েছে লেনদেন

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২২ ১৬:৪৮

ঢাকা: টানা চারদিন পর পুঁজিবাজারে পতন থেমেছে। এর আগে গত ৪ থেকে ৭ এপ্রিল পর্যন্ত টানা চারদিনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক হারিয়েছে ১৩০ পয়েন্ট। একই সময়ে সূচকের পাশাপাশি কমেছে লেনেদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। সে সঙ্গে কমেছে আর্থিক ও শেয়ার লেনদেন। তবে সপ্তাহের প্রথমদিন রোববার (১০ এপ্রিল) পুঁজিবাজারে চারদিন পতন থেমেছে, সে সঙ্গে বেড়েছে আর্থিক ও শেয়ার লেনদেন। এতে করে বিনিয়োগকারীদের মাঝে কিছুটা স্বস্থি ফিরেছে।

বিজ্ঞাপন

এদিকে রোববার (১০ এপ্রিল) ডিএসইতে ৩৭৯ টি কোম্পানির ১৩ কোটি ৩০ লাখ ৮৩ হাজার ৪১৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ২১৭ টির, কমেছ ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির দাম।

দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৬৪৩ কোটি ৫৬ লাখ টাকা। আগের দিন বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৫১৫ কোটি ৬৪ লাখ টাকা। এদিন ডিএসই প্রধান সূচক আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৬২ পয়েন্টে উন্নীত হয়। এদিন ডিএসই শরিয়া সূচক ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৫৯ পয়েন্ট, ডিএসইএ-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে কোন পরিবর্তন না হয়ে ২ হাজার ৪৫৮ পয়েন্টে উন্নীত হয়।

অন্যদিকে রোববার (১০ এপ্রিল) অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৬১টি কোম্পানির ৫১ লাখ ৪৬ হাজার ৮৬৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে সিএসইতে ১৫ কোটি ৬২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৪০ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৫৪৪ পয়েন্ট উঠে আসে।

সারাবাংলা/জিএস/একে

পুঁজিবাজার শেয়ারবাজার

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর