Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাহাড়ি ঢলে তলিয়ে গেল ১৩৩ হেক্টর জমির ধান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২২ ১৫:২২

ছবি: সারাবাংলা

নেত্রকোনা: পাহাড়ি ঢলে গত এক সপ্তাহে জেলার দুই উপজেলায় হাওরের পানি বৃদ্ধি পেয়ে প্রায় ১৩৩ হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে। তবে হাওরের ফসল রক্ষা বাঁধের পাশাপাশি ধনু নদীর পানি কমতে শুরু করায় হুমকির মুখে থাকা কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

রোববার (১০ এপ্রিল) দুপুরে ধনু নদীতে বিপদসীমার ৩৮ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বলে জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন।

জেলার কৃষি বিভাগ জানায়, এ বছর জেলায় ১ লাখ ৮৪ হাজার হেক্টর জমিতে ১১ লাখ ৫৬ হাজার ৫৩ মেট্রিকটন ধান উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়। গত দু’দিন ধনু নদীর পানি বৃদ্ধির কারণে খালিয়াজুরি উপজেলার ১২৩ হেক্টর ও মদন উপজেলায় ১০ হেক্টর জমির বোরো ধান পানিতে নিমজ্জিত হয়। কিন্তু আবাদ বেশি হওয়ায় পানিতে বোরো ধান নিমজ্জিত হলেও আগামী এক সপ্তাহ বন্যা কবলিত না হলে কৃষকরা তাদের কাঙ্ক্ষিত ফসল সুষ্ঠুভাবে ঘরে তুলতে পারবেন। তাই লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা করছে কৃষি বিভাগ।

পানি বৃদ্ধির কারণে খালিয়াজুরী উপজেলার কীর্তনখোলা বাঁধের কয়েকটি অংশে ফাটল দেখা দিলে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন,পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় গ্রামবাসীর সম্মিলিত প্রচেষ্টায় বাঁধ মেরামত করা হয়। প্রশাসন, পুলিশ ও স্থানীয় গ্রামবাসী দিনরাত অবস্থান করে বাঁধের সুরক্ষায় কাজ অব্যাহত রেখেছেন। কিছু কিছু হাওরে কাঁচা ধান কেটে ঘরে তুলছেন কৃষকরা।

এ বিষয়ে জেলার পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী এম এল সৈকত জানান, আজ রোববার দুপুরে হাওর এলাকার ধনু নদীর পানি ৩৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কর্মকর্তারা প্রতিদিন নিয়মিত এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

ফসল রক্ষা বাঁধ হাওর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর