বগুড়ায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২২ ১২:৩২ | আপডেট: ১০ এপ্রিল ২০২২ ১৩:৫৩
১০ এপ্রিল ২০২২ ১২:৩২ | আপডেট: ১০ এপ্রিল ২০২২ ১৩:৫৩
বগুড়া: দুপচাঁচিয়া উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন। রোববার (১০ এপ্রিল) সকাল ৮টার দিকে বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়া শহরের মালগ্রাম এলাকার সাখাওয়াত হোসেন পলাশ (৪৮) ও সিরাজগঞ্জ সদর উপজেলার আলোকবাদিয়া গ্রামের শোয়েব মাহমুদ (৪৫)। তারা বন্ধু।
দুপচাঁচিয়া থানা পুলিশ জানায়, পলাশ নওগাঁর পোরশা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অফিসে কার্যসহকারী পদে চাকরি করেন। তার বন্ধু শোয়েব বগুড়া শহরের রানার প্লাজা নামক বহুতল ভবনের ইলেকট্রিশিয়ান। তারা মোটরসাইকেলে নওগাঁর পোরশায় যাচ্ছিলেন।
দুপচাঁচিয়া থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন জানান, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। নিহত দুই বন্ধুর লাশ পুলিশ হেফাজতে রয়েছে।
সারাবাংলা/এএম