Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওসমানী মেডিকেলের ফটকে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২২ ০০:০১

সিলেট: ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ফটকে ছুরিকাঘাতে এক যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে শনিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সিলেট কোতোয়ালি পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। নিহত যুবকের নাম নাজিম আহমদ। তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার নুর মিয়ার ছেলে। নাজিম পেশায় হোটেল শ্রমিক।

স্থানীয়রা জানিয়েছেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ফটকে কিশোর গ্যাংয়ের সদস্যরা আড্ডা দিতো। নিজেদের মধ্যে কথা কাটাকাটির জেরে কিশোর গ্যাংয়ের সদস্যরাই ছুরিকাঘাত করে নাজিমকে খুন করেছে।

নিহত নাজিমের পিতা নুর মিয়া, এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছেন।

সারাবাংলা/এমও

ওসমানী মেডিকেল কলেজ যুবক নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর