Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইমরান খান সেনা হস্তক্ষেপ চাইছেন—বিলওয়াল ভুট্টো

আন্তর্জাতিক ডেস্ক
৯ এপ্রিল ২০২২ ২১:২৯ | আপডেট: ১০ এপ্রিল ২০২২ ০০:৫৩

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা বিলওয়াল ভুট্টো জারদারি বলেছেন, ‘অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি বিলম্ব করে প্রধানমন্ত্রী ইমরান খান রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ আহ্বান করছেন। একইসঙ্গে পাকিস্তানে সাংবিধানিক সংকটও সৃষ্টি করছেন ইমরান খান।’ শনিবার (৯ এপ্রিল) জাতীয় পরিষদে দেওয়া ভাষণে পিপিপি নেতা এ অভিযোগ করেন।

শনিবার নানা নাটকীয়তায় পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন চলছে। স্পিকার একাধিকবার অধিবেশন মূলতবি করেছেন। এদিন সকাল ১০টায় জাতীয় পরিষদের অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরুর পর স্পিকার আসাদ কায়সার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মুলতবি করেন। পরে জানানো হয়, জোহরের নামাজের পর অধিবেশন শুরু হবে। শেষ পর্যন্ত সন্ধ্যা সাড়ে সাতটায় অধিবেশন ফের শুরু হয়। এর কিছুক্ষণ পর আবার অধিবেশন মুলতবি করেন স্পিকার। রাত সারে ৯টায় ফের অধিবেশন চালু হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

সন্ধ্যায় কিছু সময়ের জন্য অধিবেশ চালু হলে বক্তব্য দেন ক্ষমতাসীন ও বিরোধী নেতারা। বিলওয়াল ভুট্টো তার বক্তব্যে বলেন, ‘তাদের (সরকারি দলের) ষড়যন্ত্র হলো—নির্বাচনি সংস্কার ছাড়াই নির্বাচন হতে দেওয়া অথবা এত বড় সংকট তৈরি করা—যেন তা স্বৈরাচার ও সামরিক শাসনে পরিণত হয়। তারা গণতন্ত্রকে শেষ করতে চায় কারণ গণতন্ত্র যতক্ষণ থাকবে ততক্ষণ ইমরান খানের রাজনীতিকে বাঁচানো যাবে না।’

সারাবাংলা/আইই

টপ নিউজ বিলওয়াল ভুট্টো জারদারি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর