‘দেশের মানুষের কল্যাণই আওয়ামী লীগের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ’
৯ এপ্রিল ২০২২ ২১:৩০ | আপডেট: ৯ এপ্রিল ২০২২ ২১:৩১
নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, ‘দেশের মানুষের কল্যাণই আওয়ামী লীগের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসা থেকেই প্রধানমন্ত্রী মানুষের কল্যাণে এসব কাজ করে যাচ্ছেন। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি।’
পবিত্র রমজান উপলক্ষে শনিবার (৯ এপ্রিল) বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, ইফতার ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। রূপগঞ্জ গ্রাম এলাকার কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে এই আয়োজন করা হয়।
বর্তমান সরকার শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে: গোলাম দস্তগীর গাজী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ উন্নত ও সুখী-সমৃদ্ধ দেশে পরিণত হচ্ছে উল্লেখ করে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেন, ‘২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে উন্নীত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন নিয়ে দেশ এগিয়ে চলেছে। বর্তমান সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে যারা ষড়যন্ত্র করছে, তাদের সে স্বপ্ন ব্যর্থ হবে। কোনো ষড়যন্ত্রই দেশের উন্নয়ন ও অগ্রগতির চাকাকে বাধাগ্রস্ত করতে পারবে না।’
রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান তারেকের সভাপতিত্বে ও রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমন হাসান খোকনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আনছার আলী, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সমন্বয়কারী ওবায়দুল মজিদ জুয়েল, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হারেজসহ অনেকে।
সারাবাংলা/এমও