Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাড়াশে মাটিবাহী ট্রাক্টর উল্টে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২২ ২০:৪৩

সিরাজগঞ্জ: তাড়াশ উপজেলায় মাটিবাহী ট্রাক্টর উল্টে আপন (২৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন হেলপার শাহাদত (৩০)। শনিবার (৯ এপ্রিল) সকাল ১১টার দিকে তাড়াশ-মাগুড়া-আঞ্চলিক সড়কের মাগুড়ামুকুন্দ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আপন উপজেলার সগুনা ইউনিয়নের বিন্নাবাড়ি গ্রামের আব্দুল মোমিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পুকুর খননের মাটি ট্রাক্টর দিয়ে পরিবহন করছিলেন। মাটিসহ ট্রাক্টরটি ব্রিজের কাছে মোড় ঘুড়ানোর সময় উল্টে যায়। এতে ট্রাক্টরের চালক আপন ও হেলপার শাহাদাত গুরুতর আহত হন। দুজনকে তাড়াশ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আপনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হেলপার শাহাদতকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএসএ

চালক নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর