Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০২৫ সালের মধ্যে ইউনিয়ন পর্যায়ে ৩০ লাখ কর্মসংস্থান

লোকাল করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২২ ১৮:৫০ | আপডেট: ৯ এপ্রিল ২০২২ ২০:৩৭

হিলি (দিনাজপুর): ২০২৫ সালের মধ্যে ইউনিয়ন পর্যায়ে এক লাখ ৯ হাজার ইন্টারনেট ব্রডব্যান্ড কানেকশন দেওয়া হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, ভূমি অফিস, কমিউনিটি ক্লিনিকসহ সব প্রতিষ্ঠান এর আওতায় আসবে। এতে পাঁচ বিলিয়ন মার্কিন ডলায় আয় এবং ৩০ লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শনিবার (৯ এপ্রিল) বিকেল তিনটায় দিকে দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নে আইসিটি বিভাগের ইনফো সরকার-৩ প্রকল্পের চলমান কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘শিক্ষিত বেকারদের টিকে থাকতে হলে তথ্য প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই। এজন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এর মধ্যে, দেশে ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে বেসরকারি বিনিয়োগের গতি বাড়াতে ডিজিটাল উদ্যোক্তা তৈরি করবে। ইনফো সরকার-৩ প্রকল্পের মাধ্যমে প্রতিটি ইউনিয়ন থেকে প্রত্যন্ত গ্রামঞ্চলে ইন্টারনেটর সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার।

তিনি বলেন, প্রধানমন্ত্রী যেভাবে ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দিয়েছেন সেভাবে বাংলার মানুষ ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে সারাবিশ্বকে হাতের নাগালে আনবে।

এ সময় হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, উপজেলা নিবার্হী অফিসার নুর এ আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, খট্রামাধবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান কাওসার রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/একেএম

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর