Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নগরকান্দায় গাছচাপায় এনজিও’র নারী কর্মীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২২ ১৮:৪৪

ফরিদপুর: নগরকান্দায় নারিকেল গাছ চাপা পড়ে সাথী দত্ত (৩২) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (৯ এপ্রিল) সকালে উপজেলার রামনগর ইউনিয়নের গজগাহ গ্রামের আবজাল মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

সাথী দত্ত বেসরকারি সংস্থা ‘আশা’র নগরকান্দা উপজেলার তালমা-১ ব্রাঞ্চের সিনিয়র ফিল্ড কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাড়ির উঠানে বসে সাথী দত্ত কিস্তির টাকা সংগ্রহ করছিলেন। হঠাৎ উঠানের পাশে থাকা একটি নারিকেল গাছ তার মাথার উপর এসে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাথী দত্ত ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদি গ্রামের পলাশ দত্তের স্ত্রী। তার সংসারে ৭ বছর ও ৫ বছর বয়সী দুই পুত্র সন্তান রয়েছে। তার বাবার বাড়ি ফরিদপুর শহরের শ্রীঅঙ্গন এলাকায়।

আশা’র নগরকান্দা রিজিওনাল ম্যানেজার ফরহাদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন ঘটনা নিশ্চিত করে জানান, এটি একটি দুর্ঘটনা, তাই মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এমও

এনজিও নগরকান্দা নারী কর্মী রামনগর ইউনিয়ন