Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে: শিল্পমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২২ ১৮:০৩

নরসিংদী: আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে এবং ভবিষ্যতেও নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, এমপি।

শনিবার (৯ এপ্রিল) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানির সার্বিক সহযোগিতায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, বাংলায় কোনো প্রকার ছলচাতুরি করার সুযোগ আর নাই। সামনের নির্বাচনের আগে মনোহরদী-বেলাবর সকল কাজ সম্পন্ন হয়ে যাবে।

মন্ত্রী বলেন, রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ রাখতে কাজ করছে সরকার। সুযোগকে কাজে লাগিয়ে একটা সিন্ডিকেট রাজনৈতিক উসকানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। সরকার সারা দেশে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যেমে বাজার মনিটর করছে। কেউ দ্রব্যমূল্যের দাম বাড়াতে পারবে না।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম কাশেমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন, প্রেস ক্লাবের সভাপতি শ্যামল মিত্র, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবু সায়েম প্রমুখ।

সারাবাংলা/এসএসএ

শিল্পমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর