Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ট্রাকের ধাক্কায় অ্যাডভোকেট নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২২ ১৭:১৮

প্রতীকী ছবি

বগুড়া: বগুড়ায় ট্রাকের ধাক্কায় মাহবুবার রহমান ফারুক (৬৫) নামে একজন অ্যাডভোকেট নিহত হয়েছেন। শনিবার (৯ এপ্রিল) সকাল ৮টার দিকে মোটরসাইকেল চালিয়ে বগুড়া শহর থেকে তার গ্রামের বাড়ি দুপচাঁচিয়ায় যাওয়ার সময় এই ঘটনা ঘটে।

নিহত মাহবুবার রহমান ফারুক দুপচাঁচিয়া গ্রামের আইস প্রামানিকের পুত্র।

কাহালু ফায়ার স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর রুবেল রানা জানান, শনিবার সকালে মোটরসাইকেল চালিয়ে বগুড়া শহর থেকে গ্রামের বাড়ি দুপচাঁচিয়ায় যাচ্ছিল ফারুক। রাস্তায় রহিমা ফিলিং স্টেশন থেকে তেল নেয়। এরপর মোটরসাইকেল নিয়ে রাস্তায় উঠার সময় স্পিড ব্রেকারের কাছে মোটরসাইকেলের গতি কমিয়ে দেয়। এসময় পেছন থেকে আসা একটি বালুবাহী ট্রাক (সিলেট ড-১১-২১৬৭) ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরেই চালক ও হেলপার ট্রাক রেখে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ পৌছে ট্রাকটি আটক ও মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

সারাবাংলা/এসএসএ

অ্যাডভোকেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর