Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লরির চাকায় প্রাণ গেল বাবা ও ৯ মাস বয়সী শিশুপুত্রের

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২২ ১৪:০৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে কনটেইনারবাহী লরিচাপায় বাবা ও ৯ মাস বয়সী শিশু সন্তান মারা গেছে। এ ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। পুলিশ লরি চালককে গ্রেফতার করেছে।

শনিবার (৯ এপ্রিল) সকাল ১১টার দিকে নগরীর ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন নগরীর পতেঙ্গার স্টিলমিল এলাকার বাসিন্দা আবু সালেহ (৩০) ও ছেলে আব্দুল্লাহ আল মোমিন (৯ মাস)।

একই দুর্ঘটনায় আবু সালেহ’র আরেক ছেলে আব্দুল্লাহ আল মাহিদ (৪) আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম সারাবাংলাকে জানিয়েছেন, স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে ঈদের বাজার করতে রিকশায় করে ইপিজেড এলাকায় যাচ্ছিলেন আবু সালেহ। লরির ধাক্কায় রিকশা থেকে ছিটকে পড়েন সালেহ ও মোমিন।

লরির চাকায় দুজন পিষ্ট হন। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। আহত আরেকজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনার পর স্থানীয় লোকজন জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। তারা লরি ভাঙচুর করে সড়ক অবরোধ করে।

পুলিশ লরি চালক কবির আহমদ শেখকে (২৪) আটক করেছে বলে ওসি কবিরুল ইসলাম জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/একে

টপ নিউজ ট্রাক চালক লরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর