Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনে আরও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক
৯ এপ্রিল ২০২২ ১১:৪৪ | আপডেট: ৯ এপ্রিল ২০২২ ১১:৪৫

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ক্রামাতোরস্ক রেলস্টেশনে রকেট হামলায় অন্তত ৩৫ জন নিহত হওয়ার প্রেক্ষাপটে এবার দেশটিতে বিমান ও ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাজ্য।

শুক্রবার ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, তারা বিমান বিধ্বংসী স্টার স্ট্রিক ক্ষেপণাস্ত্র এবং ট্যাঙ্ক বিধ্বংসী আরও ৮০০ ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পাঠাচ্ছে।

ক্রামাতোরস্ক রেলস্টেশনে হামলার কঠোর সমালোচনা করে তিনি বলেন, ইউক্রেনের একটি রেলস্টেশনে বিবেক বর্জিত হামলার পর তারা ক্ষেপণাস্ত্র পাঠানোর এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

উচ্চ ক্ষমতাসম্পন্ন এসব সামরিক সরঞ্জামাদির মূল্য সাড়ে ১৯ কোটি ডলার। খবর এএফপির।

সারাবাংলা/এএম

ইউক্রেন রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর