Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাওরের বাঁধ ভেঙে তলিয়ে গেল ১২০০ মেট্রিকটন আধা-পাকা ধান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২২ ০৯:৫৩ | আপডেট: ৯ এপ্রিল ২০২২ ১২:৩১

সুনামগঞ্জ: ফসল রক্ষা বাঁধ ভেঙে সুনামগঞ্জের তাহিরপুরের অ্যারাইল্যাকোনা হাওরের ১২০০ মেট্রিকটন আধা-পাকা বোরো ধান তলিয়ে গেছে। শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে বাঁধটি ভেঙে যায়।

তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ দৌলা জানান, প্রায় সাড়ে ৫০০ বিঘা জমির আধা পাকা বোরো ধান পানিতে তলিয়ে গেছে।

উপজেলার রতনপুর গ্রামের কৃষক মো. উমর আলী জানান, অ্যারাইল্যাকোনা হাওরের বাগলী, রতনপুর, বিনোদপুর, তেরঘরসহ আরও কয়েকটি গ্রামের কৃষকদের প্রায় সাড়ে ৫০০ একর জমির আধা পাকা বোরো ধান কৃষকদের সামনেই তলিয়ে গেছে।

তিনি বলেন, বোরো ফসল রক্ষায় পাউবো ও উপজেলা প্রশাসনকে দায়িত্ব দিয়েছেন সরকার। কিন্তু কৃষকদের এমন ক্ষতির দায় নেবে কে?

পাউবোর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য সচিব দায়িত্বপ্রাপ্ত উপ সহকারী প্রকৌশলী (পওর-১) মো. আসাদুজ্জামান বলেন, এ্যারাইল্যাকোনাসহ আরও কয়েকটি ছোট ছোট হাওরের বোরো ফসলরক্ষা বাঁধ নির্মাণকাজ পানি উন্নয়ন বোর্ডের আওতাভুক্ত রাখা হয়নি।

তাহিরপুর উপজেলার উওর শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন মো. আলী হায়দার বলেন, উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নির্দেশে কাবিখার কিংবা টিআর সহ অন্য যেকোনো বরাদ্দ থেকে ব্যয় পরিশোধের আশ্বাসে ইউনিয়ন পরিষদের তদারকিতে দুই দফায় এ্যারাইল্যাকোনা হাওরের ফসলরক্ষা বাঁধে প্রায় সাড়ে লাখ টাকা ব্যয়ে বাঁধনির্মাণ করেছিলাম।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবির বলেন, ফসল রক্ষা বাঁধের নির্মাণকাজের দায়িত্ব উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদকে দেওয়া হয়েছিল।

সারাবাংলা/এএম

টপ নিউজ সুনামগঞ্জ হাওর

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর