সুপ্রিম কোর্টের রায়ে কষ্ট পেয়েছি, আমদানি সরকার মানব না: ইমরান
৯ এপ্রিল ২০২২ ০০:৪৪ | আপডেট: ৯ এপ্রিল ২০২২ ০০:৪৭
জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, জাতীয় পরিষদে তার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজের বিষয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ে কষ্ট পেলেও মেনে নিয়েছেন তিনি। তবে পাকিস্তানের কোনো ‘আমদানি করা সরকার’ তিনি মেনে নেবেন না বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। পাকিস্তানে আগামী রোববার (১০ এপ্রিল) শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশেরও ডাক দিয়েছেন ইমরান খান।
শুক্রবার টেলিভিশনে সম্প্রচারিত ভাষণের শুরুতে ইমরান খান বলেন, ‘সুপ্রিম কোর্টের রায়ে আমি কষ্ট পেয়েছি, তবে আমি তা মেনে নিয়েছি।’ গোটা বিষয়টি নিয়ে আদালতের তড়িঘড়ি করে রায় দেওয়ায় ইমরান খান দুঃখ পেয়েছেন বলে তার ভাষণে জানান।
ইমরান খান ভাষণে উল্লেখ করেন, গত ৩ এপ্রিল জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার সভা স্থগিত করেন এবং সংবিধানের ৫ অনুচ্ছেদের আলোকে অনাস্থা প্রস্তাব খারিজ করেন। তিনি বলেন, ‘অনাস্থা প্রস্তাবে বিদেশি হস্তক্ষেপ ছিল। আমি চেয়েছিলাম সুপ্রিম কোর্ট অন্তত এই বিষয়টির দিকেও নজর দিক। একটি বিদেশি দেশ ষড়যন্ত্রের মাধ্যমে সরকার পতন করতে চায়—এটি একটি অত্যন্ত গুরুতর অভিযোগ।” পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, তিনি সুপ্রিম কোর্টের কাছে এ বিষয়ে অন্তত একটি তদন্ত প্রত্যাশা করেছিলেন।
এর আগে, অর্থনৈতিক দুরবস্থা ও ভুল পররাষ্ট্রনীতি অনুসরণের অভিযোগ তুলে ইমরান খান ও তার নেতৃত্বাধীন জোট সরকারের বিরুদ্ধে গত ৮ মার্চ অনাস্থা প্রস্তাব আনে বিরোধী দলগুলো। পরে শরিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্টে (এমকিউএম) বিরোধী শিবিরে যোগ দিলে জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা হারায় ইমরান সরকার।
আরও পড়ুন-
- পাকিস্তানে গণতন্ত্রের মৃত্যু
- শাহবাজকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ঘোষণা
- সংকট মোকাবিলায় ইমরানের সামনে যেসব পথ
- অনাস্থা ভোট: শনিবার যা ঘটবে পাকিস্তান সংসদে
- পাকিস্তানে পার্লামেন্ট পুনর্বহাল, শনিবার ফের আস্থা ভোট
- ‘রাষ্ট্রীয় নীতি নয়, ডেপুটি স্পিকারের সিদ্ধান্তে রায় দেবে আদালত’
- সংসদ ভেঙে দিলেন প্রেসিডেন্ট, আগাম নির্বাচনের পথে পাকিস্তান
- অনাস্থা প্রস্তাব খারিজ, পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরামর্শ ইমরানের
- তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে গুলজার আহমেদকে ইমরানের মনোনয়ন
তবে গত ৩ এপ্রিল জাতীয় পরিষদের স্পিকার এক নাটকীয় সিদ্ধান্ত নেন। এদিন অনাস্থা প্রস্তাবটি ভোটে না দিয়ে বিদেশি ষড়যন্ত্রের অভিযোগে প্রস্তাবটি খারিজ করে দেন। এর পরপরই প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে পার্লামেন্ট ভেঙে দেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। এর মাধ্যমে পাকিস্তানের রাজনীতিতে অচলাবস্থার সৃষ্টি হয়। পার্লামেন্টের স্পিকার অনাস্থা প্রস্তাবটি সংবিধান মেনে খারিজ করেছেন কি না—সে ব্যাপারে চূড়ান্ত ফয়সালার জন্য সুপ্রিম কোর্টে যায় বিষয়টি।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সুপ্রিম কোর্ট এক রায়ে ডেপুটি স্পিকার কাসিম সুরির ৩ এপ্রিলের আদেশ অবৈধ ঘোষণা করেন এবং প্রেসিডেন্টের ভেঙে দেওয়া পার্লামেন্টকে পুনর্বহাল করেন। একইসঙ্গে, শনিবার (৯ এপ্রিল) ইমরান খানের ব্যাপারে অনাস্থা প্রস্তাবের ওপর পার্লামেন্টে ফের ভোটাভুটিরও নির্দেশ দেন আদালত।
সারাবাংলা/আইই