Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে সেপটিক ট্যাংক থেকে নারীর লাশ উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২২ ১৯:৪৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি ভবনের সেপটিক ট্যাংক থেকে এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নগরীর পাঁচলাইশ থানার নাসিরাবাদ হাউজিং সোসাইটির তিন নম্বর সড়কের একটি ভবনের সেপটিক ট্যাংক থেকে গতকাল বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে এ লাশ উদ্ধার করা হয়েছে।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান সারাবাংলাকে জানিয়েছেন, মরদেহ পচে-গলে যাওয়ায় স্থানীয়রা কেউ চিনতে পারছেন না। তবে লাশটি একজন নারীর এতটুকু নিশ্চিত হওয়া গেলেও বয়স নির্ধারণ করা যায়নি। মৃত্যুর কারণও বোঝা যাচ্ছে না।

ড্রেনের সঙ্গে যুক্ত সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে পরিচ্ছন্ন কর্মীরা লাশ দেখে ভবনের মালিক মাহফুজুল হক চৌধুরীকে জানান। তিনি থানায় বিষয়টি জানালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

লাশ উদ্ধারের ঘটনায় বাড়ির মালিক অজ্ঞাত আসামিদের নামে পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেছেন বলে পুলিশ পরিদর্শক সাদেকুর রহমান জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/এনএস

চট্টগ্রাম নারীর লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর