সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, মূল হোতাসহ গ্রেফতার ১২
৮ এপ্রিল ২০২২ ১৮:১০ | আপডেট: ৮ এপ্রিল ২০২২ ২০:৫৩
বাগেরহাট: পূর্ব সুন্দরবনের অভয়আশ্রম ঘোষিত চাঁদপাই রেঞ্জের ঝাপসি এলাকার গোলখালের মুখে নিষিদ্ধ বিষ প্রয়োগ করে মাছ শিকার চক্রের মূল হোতাসহ গ্রেফতার ১২ করেছে র্যাব সদস্যরা।
শুক্রবার (৮ এপ্রিল) সকালে গ্রেফতারের সময় এসব বিষ দস্যুদের কাছ থেকে ৬ বোতল মাছ মারার বিষ, ৪টি জাল, ৫টি কাঠের নৌকা, ৫টি টর্চ লাইট ও বিষ দিয়ে শিকার করা ৪০০ কেজি মাছ জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার চক্রের মূল হোতা মো. সাদ্দাম বৈদ্য (২৭), মো. শফিকুল ইসলাম বৈদ্য (৩৮), মো. জাকির হোসেন (২৮), মো. খায়রুল মোড়ল (২৫), আ. সালাম গাজী (৩৬), মো. বাচ্চু সানা (৩৫), মো. আবু সাইদ সরদার (৩০), মো. নাজমুল সরদার (২৮), মো. আবুল হোসেন গাজী (২৮), শাহজাহান শেখ (৪৫), মো. সালাম সানা(৩০) ও ইকরামুল সরদার (৩১)। তাদের সবার বাড়ি খুলনা জেলার দাকোপ ও রূপসা উপজেলায়।
শুক্রবার বিকালে র্যাব-৬ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংস করতে একটি চক্র খালে বিষ দিয়ে মাছ শিকার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৬ এর সদস্যরা শুক্রবার সকালে সুন্দরবনে অভিযানে নামে। র্যাব আভিযানিক দলটি বাগেরহাটের পূর্ব সুন্দরবনের অভয়আশ্রম ঘোষিত চাঁদপাই রেঞ্জের ঝাপসি নদী এলাকার গোলের খালের মুখে গেলে র্যাবের উপস্থিতি টের পেয়ে নৌকা চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসয়ে তাদের ধাওয়া করে বিষ দিয়ে মাছ শিকার চক্রের মূল হোতাসহ ১২ জনকে গ্রেফতার করা হয়।
এসময়ে বিষ দস্যুদের কাছ থেকে ৬ বোতল মাছ মারার বিষ, ৪টি জাল, ৫টি কাঠের নৌকা, ৫টি টর্চ লাইট ও বিষ দিয়ে শিকার করা ৪০০ কেজি মাছ জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মোংলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র্যাব।
সারাবাংলা/এমও