Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে অনিয়মকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষ, ধর্মঘটের হুমকি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২২ ১৬:২৭

নাটোর: দুর্নীতি, অনিয়মের মুখে নাটোর জেলা ট্রাক, ট্যাংকলড়ি, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নে শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়েছে।

সমিতির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন রওনক ও সাধারণ শ্রমিকরা জানান, আর্থিক অনিয়মের হিসাবসহ সমিতির টাকায় সভাপতি-সম্পাদকের ব্যক্তি নামে জমি কেনার প্রতিবাদ ও সাধারণ সভার দাবি জানিয়েছিলেন শ্রমিকরা। তারা এসব দাবি নিয়ে কার্যালয়ে গেলে অফিসে তালা লাগিয়ে দায়িত্বশীলারা পালিয়ে যায় বলে অভিযোগ করেন।

বিজ্ঞাপন

এদিকে সাধারণ শ্রমিকদের বিরুদ্ধে অফিস দখলের অভিযোগ এনে দুপুরে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাসভবনে সংবাদ সম্মেলন করেন সমিতির সভাপতি মোস্তারুল ইসলাম আলম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু।

তারা আরও জানান, সাধারণ শ্রমিকের নামে হাইব্রিডরা শ্রমিক ইউনিয়ন দখল করতে চায়। এ অবস্থার অবসান না হলে উত্তরাঞ্চলে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

সারাবাংলা/এমও

ধর্মঘট ধর্মঘটের হুমকি নাটোর শ্রমিক অসন্তোষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর