Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গজারিয়া নদীতে ট্রলারডুবি: মা-মেয়ের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২২ ১৪:৪৭

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীতে ট্রলার ডুবে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো ৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্টগার্ড।

শুক্রবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে গজারিয়া নদীর লালখাড়াবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ট্রলারডুবির ঘটনা ঘটে। এরপর দুপুর ১২টার দিকে মাহিনূর বেগম (৫৫) ও তার মেয়ে নাসরিন বেগমের (২৫) মৃতদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নি‌শ্চিত করে‌ মেহে‌ন্দিগঞ্জ থানার প‌রিদর্শক (তদন্ত) মো. শহিদুজ্জামান বলেন, ‘একটি খোলা বডির ট্রলার ২৫ জন যাত্রী নিয়ে মেহেন্দিগঞ্জের মাঝেরচর থেকে দ‌ড়িরচর খাজু‌রিয়ায় যাচ্ছিল। পথে নদী উত্তাল থাকায় প্রচণ্ড ঢেউয়ের তোড়ে উল্টে যায় ট্রলারটি। ঘটনাস্থলের পাশেই নদীতে টহলে থাকা একটি কোস্টগার্ডের টিম ২০ জনকে জীবিত উদ্ধার করে। এ সময় ট্রলারের যাত্রী মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়।’

কালীগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক ফারুক হোসেন বলেন, ‘ট্রলারডুবিতে নিহত মা ও মেয়ের মরদেহ মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ছাড়া জীবিত উদ্ধার ব্যক্তিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

সারাবাংলা/একে

গজারিয়া নদী নৌকাডুবি গজারিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর