আমি রোজায়, ইফতার পর্যন্ত প্রাণভিক্ষা দাও— খুন হওয়ার আগে আকুতি
৮ এপ্রিল ২০২২ ১৩:৩৭ | আপডেট: ৮ এপ্রিল ২০২২ ১৫:২৫
কক্সবাজার: ‘আমি রোজা রেখেছি। দয়া করে আমাকে এখন মারিওনা। মারলে ইফতারের পরে মার। আমাকে অন্তত ইফতার পর্যন্ত প্রাণ ভিক্ষা দাও।’ খুন হওয়ার আগে এমন আকুতি জানিয়েও শেষ রক্ষা হয়নি মোরশেদ আলী প্রকাশ ওরফে বলী মোরশেদ (৩৭) নামে যুবকের। হালমাকারীরা তাকে কুপিয়ে হত্যা করে ইফতারের আগে।
নিহত যুবক কক্সবাজার সদর উপজেলা পিএমখালীর মাইজপাড়ার মৃত মাওলানা ওমর আলীর ছেলে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে একই এলাকার চেরাংঘর বাজারে হামলার শিকার হন তিনি। রাত আটটার দিকে কক্সবাজার সদর হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
নিহতের ভাই জয়নাল আবেদিন ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যে জানা যায়, মোরশেদ বাড়ির জন্য ইফতারসামগ্রী কিনতে বাজারে যান। ওই সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার ওপর হামলা চালায় একই এলাকার মাহমুদুল হক, কলিম উল্লাহ ও জয়নালসহ তাদের গোষ্ঠীর ১০-১২ জন। তারা লোহার রড়, ছুরি ও কিরিচ দিয়ে কুপিয়ে মোরশেদকে গুরুতর জখম করে। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।
নিহত যুবক মোরশেদের পরিবার জানান, সরকারি একটি সেচ প্রকল্প ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছিলেন মোরশেদের পরিবার। সেই সেচ প্রকল্পের পানির স্কিম নিয়ে হামলাকারীদের সঙ্গে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে।
কক্সবাজার সদর থানার ওসি শেক মুনীর-উল-গিয়াস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে যায় পুলিশ। এই হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
সারাবাংলা/এএম
কক্সবাজার ছুরিকাঘাতে যুবক খুন টপ নিউজ যুবক খুন সেচ প্রকল্পের দ্বন্দ্ব