ফরিদপুরে জোড়া খুন, আহত ১
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২২ ১৩:২০ | আপডেট: ৮ এপ্রিল ২০২২ ১৫:২১
৮ এপ্রিল ২০২২ ১৩:২০ | আপডেট: ৮ এপ্রিল ২০২২ ১৫:২১
ফরিদপুর: ভাঙ্গায় দুর্বৃত্তের হামলায় দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে তুজারপুর ইউনিয়নের পোদ্দার বাজার থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন তারা।
নিহতরা হলেন- জানদী গ্রামের সোলেমান শরীফ (৩৫) ও কামরুল মাতুব্বর (৩৫)
জানা গেছে, হামলায় ঘটনাস্থলেই মারা যান সোলেমান শরীফ। আহত কামরুল মাতুব্বর ও আমিনুল মাতুব্বরকে (৪০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে মারা যান কামরুল মাতুব্বর।
ভাঙ্গা থানার ওসি সেলিম রেজা জানান, পুলিশ নিহত সোলেমানের লাশ উদ্ধার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সারাবাংলা/এএম