চৌগাছায় দুইভাইকে কুপিয়ে হত্যা
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২২ ০৮:৪৫ | আপডেট: ৮ এপ্রিল ২০২২ ১১:২৬
৮ এপ্রিল ২০২২ ০৮:৪৫ | আপডেট: ৮ এপ্রিল ২০২২ ১১:২৬
যশোর: চৌগাছা উপজেলার টেঙ্গুর পুর গ্রামে প্রতিপক্ষের কুড়ালের আঘাতে আইয়ুব আলী এবং ইউনুস আলী নামে আপন দুই ভাই নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আইয়ুব আলীর ছেলে রনি। বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত ১১টার দিকে এই হামলার শিকার হন তারা।
পুলিশ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশি বিপুল, মুকুল ও বিল্লালদের সঙ্গে আইয়ুব আলীর তর্ক-বিতর্ক হয়। পরে আইয়ুব আলী এই ঘটনা বাড়িতে শুনতে এসে বললে তার ভাই ইউনুস আলী ও ছেলে রনি ঘটনার বিষয়ে শুনতে বিপুলদের বাড়িতে যায়। এ সময় বিপুল, মুকুল ও বিল্লাল অতর্কিত হামলা চালায় তাদের ওপর।
পুলিশ বলছে, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিহতদের লাশ চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আহত রনিকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সারাবাংলা/এএম