Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে ফসলডুবি: তদন্ত কমিটি গঠনের ঘোষণা উপমন্ত্রীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২২ ১৬:৩০ | আপডেট: ৭ এপ্রিল ২০২২ ২৩:২৯

সুনামগঞ্জ: বাঁধে ভাঙন দেখা দেওয়ায় সুনামগঞ্জের হাওরে ডুবছে ফসল। স্থানীয়রা বলছেন, বাঁধের কাজে নানা ধরনের অনিয়মের কারণেই বোরো মৌসুমে এসে এমন ভাঙন দেখা দিয়েছে।

এসব অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, এসব অনিয়ম তদন্তে মন্ত্রণালয় থেকে কমিটি গঠন করা হবে। তদন্তে অনিয়ম পাওয়া গেলে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চন্দ্রসোনার থাল হাওরের ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, হাওরের বাঁধের কাজে অনিয়মের ক্ষেত্রে কোনো ছাড় নেই। আপনারা হয়তো জানেন, পানি উন্নয়ন বোর্ডের প্রথম শ্রেণির ২২ জন ঠিকাদারকে আমরা চিহ্নিত করেছি। অনিয়ম ও দুর্নীতিতে জড়িত থাকায় আমরা তাদের কালো তালিকাভুক্ত করেছি। একইভাবে এখানেও কোনো ধরনের অনিয়ম থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না।

উপমন্ত্রী বলেন, সুনামগঞ্জে হাওরে ফসল ডুবে গেছে। আমরা ঢাকায় ফিরে রোববার (১০ এপ্রিল) মন্ত্রণালয় থেকে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে দেবো। সেই কমিটি সুনামগঞ্জে এসে সুষ্ঠু তদন্ত করবে। সেই তদন্তে যদি হাওরের বাঁধে কাজে কোনো সরকারি কর্মকর্তা কিংবা পিআইসি’র কারও গাফিলতির প্রমাণ পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামসহ অন্যরা।

সারাবাংলা/টিআর

এনামুল হক শামীম তদন্ত কমিটি পানিসম্পদ উপমন্ত্রী বাঁধে ভাঙন

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর