পাকিস্তানে পার্লামেন্ট পুনর্বহাল, শনিবার ফের আস্থা ভোট
৭ এপ্রিল ২০২২ ২২:০৬ | আপডেট: ৮ এপ্রিল ২০২২ ০৯:৪৯
পাকিস্তানের সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার (৭ এপ্রিল) এক রায়ে ডেপুটি স্পিকার কাসিম সুরির ৩ এপ্রিলের আদেশ অবৈধ ঘোষণা করে প্রেসিডেন্টের ভেঙে দেওয়া পার্লামেন্টকে পুনর্বহাল করেছে। একইসঙ্গে, শনিবার (৯ এপ্রিল) ইমরান খানের ব্যাপারে অনাস্থা প্রস্তাবের ওপর পার্লামেন্টে ফের ভোটাভুটির নির্দেশ দিয়েছে আদালত।
প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি বেঞ্চ সর্বসম্মতভাবে এই রায় দেয়। সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়, শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় পরিষদকে ফের বসতে হবে। নির্দেশে বলা হয়, প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের মীমাংসা না হওয়া পর্যন্ত পার্লামেন্টের অধিবেশন স্থগিত হতে পারে না।
আদেশে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সফল হলে পার্লামেন্ট নতুন একজন প্রধানমন্ত্রী নিয়োগ করবে।
এর আগে, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে ৩ এপ্রিল ডেপুটি স্পিকার কাসিম সুরি প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব বাতিল করে দেন। পরে ইমরানের পরামর্শে প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দেন। এই প্রেক্ষাপটে প্রধান বিচারপতি সুয়োমোটো হিসেবে এ ব্যাপারে শুনানি গ্রহণ করে।
সারাবাংলা/একেএম