Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী দিলেন সাঈদ খোকন

সারাবাংলা ডেস্ক
৭ এপ্রিল ২০২২ ১৮:৫৮

ঢাকা: মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ‘অসহায় ও দরিদ্র পরিবার’এর মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকাল ৩ ঘটিকায় পুরান ঢাকার নবাবপুরস্থ ঐতিহ্যবাহী শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সাঈদ খোকনের পক্ষে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন এসব নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, জনতার মঞ্চের রূপকার, অবিভক্ত ঢাকার প্রথম নির্বাচিত সফল মেয়র মোহাম্মদ হানিফ এর নামে প্রতিষ্ঠিত সংগঠন মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের মাধ্যমে শহরের ৩০টি ওয়ার্ডে ৬ হাজার দুস্থ অসহায় পরিবারে ৩০ কেজি করে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করছে।

বিতরণ করা নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর তালিকায় মিনিকেট চাল ১০ কেজি, পোলাও চাল ২ কেজি, সয়াবিন তেল ২ লিটার, সরিষার তেল ২৫০ গ্রাম, পেঁয়াজ ২ কেজি, আলু ৫ কেজি, ঘি ১০০ গ্রাম, সেমাই ২০০ গ্রাম, ছোলা ১ কেজি, খেজুর ২৫০ গ্রাম, চিনি ১ কেজি, লবণ ১ কেজি, লাক্স সাবান ১টি, দুধ ২০০ গ্রাম, মসুরের ডাল ২ কেজি সহ প্রতি প্যাকেটে ৩০ কেজি ওজনের সামগ্রী।

খাদ্য সামগ্রী বিতরণের উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর (সংরক্ষিত আসন) নং-১৩ শাহিনুর বেগম, ফাউন্ডেশনের সমন্বয়কারী মোহাম্মদ সাজেদ বেপারী, মোহাম্মদ সাদেক মিঠু, জনসংযোগ কর্মকর্তা ও সাংগঠনিক সচিব মোহা. হাবিবুল ইসলাম সুমনসহ ওয়ার্ড সমন্বয়কারীরা।

বিজ্ঞাপন

দরিদ্র পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণের কার্যক্রমটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রথম নির্বাচিত মেয়র ও ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ সাঈদ খোকন তার পরিবারের পক্ষ থেকে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের সমন্বয়কারী মোহাম্মদ সাজেদ বেপারী।

উল্লেখ্য, মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের করোনাকালীন বিভিন্ন মানুষের সুখে দুখে পাশে থেকে বিভিন্ন সেবামূলক সাহায্য সহযোগিতা দিয়ে আসছে। বিগত এক বছরে প্রায় ২০ হাজার মানুষকে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করে ৫০০ জন রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়েছে।

সারাবাংলা/একে

ঈদ সামগ্রী সাঈদ খোকন হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর