Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মাসেতুর টোল তুলবে কোরিয়া এক্সপ্রেসওয়ে ও চায়না মেজর

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২২ ১৭:২৯ | আপডেট: ৭ এপ্রিল ২০২২ ১৯:৫৫

ঢাকা: পদ্মা বহুমুখী সেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের জন্য দুইটি কোম্পানিকে পাঁচ বছরের জন্য নিয়োগ দিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। সে অনুযায়ী পদ্মাসেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায় কার্যক্রম পরিচালনার জন্য সার্ভিস প্রোভাইডার/ অপারেটর হিসেবে যৌথভাবে দায়িত্ব পাচ্ছে কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশন (কেইসি) এবং চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (এমবিইসি)।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সেতু কর্তৃপক্ষের এই নিয়োগ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সচিবালয়ে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বিজ্ঞাপন

পদ্মাসেতুর জন্য এই দুই কোম্পানিকে নিয়োগ দেওয়াসহ এদিন বৈঠকে মোট ১১টি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ১ হাজার ৮০৭ কোটি ৮৩ লাখ টাকা। এর মধ্যে কেইসি ও এমবিইসি’কে নিয়োগের ক্রয়প্রস্তাবে খরচ হবে ৬৯২ কোটি ৯২ লাখ টাকা।

বৈঠক থেকে অর্থমন্ত্রী অনুমোদিত ক্রয়প্রস্তাবগুলোর কথা তুলে ধরেন। তিনি বলেন, বৈঠকে পিপিপি’র (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) আওতায় চট্টগ্রামে ‘বে-টার্মিনাল’ নির্মাণে আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এখানে পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছে কোরিয়ার দুই প্রতিষ্ঠান কুনহুয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটিং কোম্পানি লিমিটেড ও দেইয়াং ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। এতে ব্যয় হবে ১২৬ কোটি ৪৯ লাখ ৭৩ হাজার টাকা।

অর্থমন্ত্রী জানান, বৈঠকে পানি উন্নয়ন বোর্ডের অধীন রাজশাহী জেলার চারঘাট ও বাঘা উপজেলায় পদ্মা নদীর বাম তীরের স্থাপনা ভাঙন থেকে রক্ষার একটি প্রকল্পের (প্যাকেজ নং-ডিআর-০১, লট-‘ই’) ড্রেজিংয়ের পূর্ত কাজের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। যৌথভাবে এ কাজটি করবে এক্যুয়া মেরিন ড্রেজিং লিমিটেড ও নবারুণ ট্রেডার্স লিমিটেড। এতে ব্যয় হবে ২৭ কোটি ৪৪ লাখ ৭৪ হাজার টাকা।

বিজ্ঞাপন

এছাড়া বৈঠকে সার আমদানির জন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) একটি এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) তিনটিসহ মোট চারটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে বিএডিসি দ্বিতীয় লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আনবে সৌদি আরবের মা’এডেন থেকে, যাতে খরচ হবে ৩৩৯ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকা।

অন্যদিকে বিসিআইসি কাতারের ‘মুনতাজাত’ থেকে ১৪তম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক প্রিল্ড (অপশনাল) ইউরিয়া সার আমদানি করবে ২৪৭ কোটি ১০ লাখ ৬২ হাজার টাকায়; ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের জন্য ঢাকার মেসার্স আরকে এন্টারপ্রাইজের (প্রধান সরবরাহকারী মেসার্স সান ইন্টারন্যাশনাল এফজেডই, ইউএই) কাছ থেকে ১০ হাজার মেট্রিক টন ফসফরিক এসিড কিনবে ৮২ কোটি ৯৪ লাখ ৩৫ হাজার টাকায়; এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে ১৬তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কিনবে ২৪১ কোটি ৯৬ লাখ ৩৫ হাজার টাকায়।

অর্থমন্ত্রী জানান, এছাড়া বৈঠকে এর আগে অনুমোদিত তিনটি ক্রয় প্রস্তাবের দর সংশোধনের (ভেরিয়েশন) প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।  এর মধ্যে ‘নাটোর রোড (রুয়েট থেকে রাজশাহী বাইপাস পর্যন্ত) সংযোগ সড়ক নির্মাণ (দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্পের নির্মাণ কাজের ভেরিয়েশন প্রস্তাবে ব্যয় বাড়ছে ৩৮ কোটি ২২ লাখ ৪১ হাজার টাকা। এ কাজটি করছে আব্দুল মোনেম লিমিটেড।

রাজাপুর-কাঠালিয়া-আমুয়া-বামনা-পাথরঘাটা মহাসড়ক উন্নয়ন প্রকল্প (ঝালকাঠি অংশ) (১ম সংশোধিত) প্রকল্পের প্যাকেজ নং-ডব্লিউপি-০৪-এর আওতায় চারটি সেতু নির্মাণের পূর্ত কাজের ভেরিয়েশন প্রস্তাবে ব্যয় বাড়ছে ১১ কোটি ১৮ লাখ ৮৪ হাজার টাকা। যৌথভাবে এ কাজটি করছে ‘রানা বিল্ডার্স প্রাইভেট লিমিটেড’, ‘মোহাম্মদ ইউনূস অ্যান্ড ব্রাদার্স প্রাইভেট লিমিটেড’ ও ‘ইসলাম ব্রাদার্স কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড’।

অর্থমন্ত্রী জানান ক্রয় কমিটির বৈঠকের আগে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ফার্ম ৪ লাখ ৮০ হাজার মেট্রিক টন এবং অপশনাল ১ লাখ ৮০ হাজার মেট্রিক টনসহ সর্বমোট ৬ লাখ ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির লক্ষ্যে বিসিআইসির চুক্তি সইয়ের একটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

সারাবাংলা/টিআর

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফ কামাল ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক টপ নিউজ পদ্মাসেতুর টোল