Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিজিটাল নিরাপত্তায় আরও বেশি নজর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২২ ১৬:১৬ | আপডেট: ৭ এপ্রিল ২০২২ ১৭:৩৫

ঢাকা: তথ্য-প্রযুক্তির ক্রমবর্ধমান বিকাশের সঙ্গে ডিজিটাল নিরাপত্তার বিষয়ে সংশ্লিষ্টদের আরও বেশি নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) গণভবনে ‘ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্স’ এর তৃতীয় সভায় এ নির্দেশনা দেন তিনি।

ডিজিটাল নিরাপত্তার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘নিরাপত্তার দিকটাতে আমাদের খুব বেশি নজর দিতে হবে। প্রযুক্তি যেমন সুযোগও সৃষ্টি করে দেয়, অনেক সমস্যাও সৃষ্টি করতে পারে। সেদিক থেকে আমাদের নিরাপত্তার দিকটা নতুন করে চিন্তাভাবনা করতে হবে।’

এটির সব ক্ষেত্রে নজর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘একেবারে বাংলাদেশে ব্যাংকে গচ্ছিত অর্থ থেকে শুরু করে সবক্ষেত্রেই এটি আমাদের ভাবতে হবে। আমাদের আরও সতর্ক হতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘প্রযুক্তির উৎকর্ষতা প্রতিদিনই বাড়তে থাকবে। প্রতিদিনই কিন্তু নতুন নতুন চিন্তা আসবে। আমাদের ওইভাবে মাথায় রাখতে হবে।’

গবেষণা বাড়ানোর নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রযুক্তির উৎকর্ষতা প্রতিনিয়ত বাড়তে থাকবে এ জন্য গবেষণার ওপরও আমাদের গুরুত্ব দিতে হবে। আমাদের গবেষণা সবসময় দরকার। আমাদের গবেষণাগুলো সবসময় করতে হবে। আমরাও যেন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারি। বাংলাদেশ সবার কাছে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে। সেটিই আমি চাই।’

তিনি বলেন, ‘আমরা অন্যের মুখাপেক্ষী হয়ে থাকব কেন? আমাদের দেশের মানুষের মেধা আছে। সেটি বিকাশের সুযোগ করে দিলে আমরা অনেকদূর এগিয়ে যেতে পারব।’

যুব সমাজকে দক্ষ করে গড়ে তোলার নির্দেশনা দিয়ে সরকার প্রধান বলেন, ‘আমার আমাদের যুব সমাজকে তৈরি করতে হবে। ইয়াং জেনারেশনকে তৈরি করতে হবে। কারণ আমরা চতুর্থ শিল্প বিপ্লবের কথা বলছি শুধু এ কথা চিন্তা করা না; বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের তরুণ সমাজকে আরও বেশি উপযুক্ত করে গড়ে তোলা, উপযুক্ত শিক্ষা দেওয়া, উপযুক্ত ট্রেনিং দেওয়া বা তাদেরকে সেভাবে বা তাদের মন মানসিকতাও গড়ে তোলা সেটিই আমাদের করতে হবে।’

বিজ্ঞাপন

শেখ হাসিনা বলেন, ‘সবচেয়ে বড় কথা আমাদের তরুণ সম্প্রদায়ের সংখ্যা বেশি। যে কারণে আমরা যদি তাদের উপযুক্ত করে গড়ে তুলতে পারি- শুধু এই প্রজন্মকে না, সামনের প্রজন্মকেও আমরা কীভাবে গড়তে পারি। তাতে বাংলাদেশ ডিজিটাল থেকে স্মার্ট এ যাব। সেই সঙ্গে আমাদের শিক্ষাদীক্ষা, শিল্প-বাণিজ্য, অর্থনীতি সব দিক থেকেই আমরা এগুতে পারবে বলে আমি বিশ্বাস করি।’

‘ব্রেইন ড্রেন’ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘অনেকে বলেন আমাদের মেধা চলে যাচ্ছে, এটি নিয়ে আমি খুব বেশি চিন্তা করি না। অনেকেই আছেন যারা হয়ত এখান থেকে লেখাপড়া শিখে বাইরে গিয়ে টাকা-পয়সা উপার্জন করে। আবার অনেকেই বাইরে থেকে পড়াশোনা করে দেশে ফিরে আসছেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘নিউ জেনারেশনের যারা তারা লেখাপড়া শেষ করে দেশে চলে আসছে। এসে কাজ করছে। কারণ আমাদের ডিজিটাল বাংলাদেশ করার ফলেই কিন্তু কাজগুলো সহজ হয়ে গেছে। যে কারণে তারা দেশে বসেও নিজেদের কাজগুলো ভালোভাবে করতে পারছে।’

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ এখন একটি আকর্ষণীয় স্থান। এটি মনে রাখতে হবে। গৎবাঁধা পুরনো কথা বলার দরকার নেই যে ব্রেইন ড্রেন। আমাদের তো লোকের অভাব নেই। আমাদের ছেলেমেয়েরা শিক্ষাগ্রহণ করবে এবং আসবে। বরং বাইরে থেকে বাংলাদেশের পজিশন এখন অনেক দিক থেকে ভালো। অনেক ভালো অবস্থানে আছি।’

সারাবাংলা/এনআর/একে

আওয়ামী লীগ টপ নিউজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আকিফের তোপে রংপুরের আটে আট
১৭ জানুয়ারি ২০২৫ ২২:৪১

আরো

সম্পর্কিত খবর