Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শিগগিরই পেঁয়াজ ও বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২২ ১৬:১১

পেঁয়াজ বীজ ক্ষেত পরিদর্শন করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, ছবি: সারাবাংলা

ফরিদপুর: কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আমরা পেঁয়াজ ও পেঁয়াজ বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হব। সেজন্য কৃষকের সঙ্গে দেশব্যাপী কাজ করছে কৃষি বিভাগ। গ্রীষ্মকালসহ সারাবছর চাষ করার যায় এমন জাত উদ্ভাবন করেছেন আমাদের কৃষি বিজ্ঞানীরা।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে ফরিদপুরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুরে সফল কৃষি উদ্যোক্তা একাধিক কৃষি পদক প্রাপ্ত শাহীদা বেগমের পেঁয়াজ বীজ মাঠ পরিদর্শনকালে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে আব্দুর রাজ্জাক আরও বলেন, পেঁয়াজ পচনশীল মসলা জাতীয় ফসল। তবে এর ব্যাপক চাহিদা থাকায় দেশব্যাপী কৃষক পেঁয়াজের আবাদ করে। সমস্যা দেখা দেয় সংরক্ষণ নিয়ে। আলুর মতো কোল্ডস্টরেজে এটি রাখা যায় না। এখন পর্যন্ত পেঁয়াজ সংরক্ষণের লাগসই কোনো প্রযুক্তি আমরা উদ্ভাবন করতে পারিনি। এজন্য পেঁয়াজ চাষিদের সতর্ক হতে হবে।

পেঁয়াজ আমদানি সম্পর্কে তিনি বলেন, রমজানে পেঁয়াজের দাম যাতে লাগামহীন না হয় সেজন্য আমদানি খুলে দেওয়া হয়েছিল। কিন্তু দেখা গেল দাম কমে গেছে, ফলে কৃষকরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

কৃষিমন্ত্রী আরও বলেন, কৃষি মন্ত্রণালয় উভয় সংকটে থাকে। কারণ আমরা কৃষকে বাঁচাতে চাইলে ক্রেতারা অখুশি হন, আবার ক্রেতাকে খুশি করতে গেলে কৃষক দাম পায় না। কৃষক অনেক টাকা খরচ করে পেঁয়াজের বীজ ও পেঁয়াজ আবাদ করে। তারা যদি সঠিক দাম না পায় তাহলে পেঁয়াজ চাষে আগ্রহ হারিয়ে ফেলবে।

ফরিদপুরে পেঁয়াজ বীজ উৎপাদনকারী নারী উদ্যোক্তা সাহিদা বেগমের উদাহরণ টেনে তিনি বলেন, সারাদেশে এমন হাজারও সাহিদা বেগমকে এগিয়ে আসতে হবে। যারা ঝুঁকি নিয়ে এভাবেই দেশের কৃষিতে অবদান রাখবে।

বিজ্ঞাপন

আব্দুর রাজ্জাক আরও বলেন, কৃষি উদ্যোক্তারা যাতে সহজ শর্তে ব্যাংক থেকে ঋণ পায় তার ব্যবস্থা করছে সরকার। আমরা কৃষি উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে চাই। তাদের জন্য সরকারের সহযোগিতার হাত সর্বদাই প্রশস্ত রয়েছে।

কৃষির যান্ত্রিকীকরণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, অন্যান্য ফসলের মতো পেঁয়াজের বীজও যাতে ক্ষেত থেকে মেশিন দিয়ে যাতে আহরণ করা যায় সেই প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে। খুব শিগরিরই আপনারা সেটি মাঠে পাবেন।

মাঠ পরিদর্শন শেষে উদ্যোক্তা সাহিদা বেগমের বাড়িতে পেঁয়াজ বীজ সংরক্ষণাগার ঘুরে দেখেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো. বেনজির আলম, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলীমুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. হজরত আলী ও বঙ্গবন্ধু কৃষি পদক প্রাপ্ত কৃষক বক্তার হোসেন খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এরপর কৃষিমন্ত্রী ফরিদপুর মসলা গবেষণা উপকেন্দ্র পরিদর্শন করেন। সেখানে বারি-৪ আম গাছের চারা রোপন করেন। পরে কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল জাতের আদা, মরিচ, হলুদ, বারি-৫ পেঁয়াজের চারা কৃষকদের মাঝে বিতরণ করেন। এ সময় মসলা গবেষণা উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলাউদ্দিন খান, বৈজ্ঞানিক কর্মকর্তা মো: মুশফিকুর রহমানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনএস

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক পেঁয়াজ পেঁয়াজ চাষ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর