Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রমজানে রাবির ক্যান্টিন বন্ধ, ভোগান্তিতে অমুসলিম শিক্ষার্থীরা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২২ ২৩:২০

রাবি প্রতিনিধি: প্রতিবছর পবিত্র রমজান মাসে বন্ধ থাকলেও এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) একাডেমিক কার্যক্রম চালু রয়েছে। শিক্ষার্থীদের করোনাকালীন ক্ষতি পুষিয়ে দিতেই এ সিদ্ধান্ত গ্রহণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের সিংহভাগ শিক্ষার্থী ইসলাম ধর্মাবলম্বী হওয়ায় পবিত্র রমজান মাসে আবাসিক হলগুলোর ডাইনিং এবং ক্যান্টিনে সকাল ও দুপুরের খাবার বন্ধ করা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে বিশ্ববিদ্যালয়ের অমুসলিম আবাসিক শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

ডাইনিং বন্ধ থাকায় শিক্ষার্থীদের খাবারের জন্য ছুটতে হচ্ছে বাইরের হোটেলগুলোতে। কোনো কোনো হোটেল ব্যবসায়ী এর সুবিধা নিয়ে খাবার বিক্রি করছেন চড়া দামে। সাধারণত হলের খাবারের চেয়ে বাইরের হোটেলগুলোতে খাবারের মূল্য বেশি হওয়ায় অমুসলিম শিক্ষার্থীদের ভুগতে হচ্ছে অর্থকষ্টে। এ নিয়ে তাদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া লক্ষ করা গেছে।

জানা যায়, গত ৩ এপ্রিল শুরু হয় পবিত্র রমজান মাস। বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী এবং ডাইনিং ও ক্যান্টিনের কর্মচারী মুসলিম হওয়ায় ক্যান্টিনের সকাল ও দুপুর এবং ডাইনিংয়ের দুপুরের খাবার বন্ধ করা হয়। সেই সাথে ডাইনিংয়ের রাতের খাবারের মূল্যও বৃদ্ধি করা হয়। শিক্ষার্থীদের অভিযোগ কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই হল প্রশাসন খাবার বন্ধ করেছে।

মতিহার হলের আবাসিক শিক্ষার্থী বিলাস কুমার বলেন, ‘রমজানের শুরু থেকেই হলের ডাইনিং ক্যান্টিন বন্ধ থাকায় আমরা খুব ভোগান্তিতে পরেছি। সকালে ক্লাস থাকে বিধায় রান্না করেও খেতে পারি না। আর বাইরে খেতে অনেক টাকা খরচ হয়। আমরা খাওয়া নিয়ে খুব দুশ্চিন্তায় আছি।’

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় শাখা সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি চন্দন দত্ত বলেন, ‘হলে অমুসলিম শিক্ষার্থী কম থাকায় ব্যবসায়িক চিন্তা করে ডাইনিং-ক্যান্টিন বন্ধ রাখলেও, প্রশাসন সকল শিক্ষার্থীদের কথা মাথায় রেখে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া খোলা রাখতে পারে। ঠিকমতো খাওয়া-দাওয়া না হলে পড়ালেখায় মনোযোগ দেওয়া সম্ভব না। আমরা খুব শীঘ্রই এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করব।’

এ বিষয়ে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ড. জাহিদুল ইসলাম বলেন, ‘অমুসলিম শিক্ষার্থীদের কথা আমরা চিন্তা করেছি। অতি দ্রুত প্রতিটি হলে তাদের খাবার প্রদানের জন্য টোকেন সংগ্রহের নোটিশ দেওয়া হবে।’

সারাবাংলা/একে

ইউনিভার্সিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

৫ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ
৯ জানুয়ারি ২০২৫ ১৬:১৬

আরো

সম্পর্কিত খবর