গলায় গামছা পেঁচিয়ে রাবি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা!
৬ এপ্রিল ২০২২ ২২:১৮ | আপডেট: ৬ এপ্রিল ২০২২ ২৩:০২
সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফার্সি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী হাসানুল বান্নাহ (১৮)। সহপাঠীরা জানিয়েছেন, পরিবারের সঙ্গে অভিমান করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
বুধবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বিনোদপুর মন্ডলের মোড়ে আব্দুর রহিম ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। হাসানুল বান্নাহ’র গ্রামের বাড়ি লালমনিরহাট জেলার হাতিবান্ধায় থানায়।
পরে তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেকে) ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর অবস্থা অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। তার অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয় বলে জানান চিকিৎসকরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাবি ছাত্র উপদেষ্টা তারেক নূর বলেন, পরিবারের সঙ্গে রাগারাগি করে এই পথ বেছে নিয়েছেন বান্নাহ। তিনি এখনো কথা বলতে পারছেন না। চিকিৎসকরা পর্যবেক্ষণের জন্য ৭২ ঘণ্টা চেয়েছেন। এরপর তারা বলতে পারবেন তার অবস্থা কী।
সারাবাংলা/টিআর