Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিক্সার মেশিনের গাড়িচাপায় স্বামী-স্ত্রী নিহত

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২২ ২০:৩৭ | আপডেট: ৬ এপ্রিল ২০২২ ২০:৩৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে সিমেন্ট মিক্সার মেশিনবাহী গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছে। নিহত স্বামী পেশায় একজন প্রকৌশলী এবং স্ত্রী স্কুলশিক্ষিকা ছিলেন।

বুধবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর কোতোয়ালি থানার ইস্পাহানি মোড়ে আক্তারুজ্জামান ফ্লাইওভারের মুখে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোহাম্মদ ইকবাল উদ্দিন চৌধুরী (৪২) ও তার স্ত্রী সখিনা ফাতেমা (৩৫)। ইকবাল জ্যাক মেশিনারি কোম্পানি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সার্ভিস ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন। সখিনা ফাতেমা নগরীর মোস্তফা হাকিম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তাদের বাসা নগরীর আকবর শাহ থানার পূর্ব ফিরোজ শাহ কলোনি এলাকায় বলে পুলিশ জানিয়েছে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) চৌধুরী রেজাউল করিম সারাবাংলাকে জানান, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রকল্পে নির্মাণকাজে যুক্ত ম্যাক্স করপোরেশনের একটি সিমেন্ট মিক্সার মেশিনবাহী গাড়ি আক্তারুজ্জামান ফ্লাইওভার থেকে ইস্পাহানির মোড়ে নামছিল। একইসময়ে একইদিকে ফ্লাইওভারের নিচে রাস্তা দিয়ে এসে মোটরসাইকেল যোগে স্বামী-স্ত্রী ইস্পাহানি মোড়ের দিকে যাচ্ছিল। ইকবাল মোটর সাইকেল চালাচ্ছিলেন। বসা ছিলেন সখিনা ফাতেমা।

রেজাউল করিম বলেন, ‘ফ্লাইওভার থেকে নামার পথটি কিছুটা ঢালু হওয়ায় গাড়ির গতি সবসময় বেশি থাকে। স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি, মিক্সার মেশিনের গাড়িটি যখন নামছিল, মোটরসাইকেলও নিচ দিয়ে এসে পড়ে। তখন মিক্সার মেশিনের গাড়ি ও মোটরসাইকেলের মধ্যে ধাক্কা লাগে। মোটরসাইকেল থেকে স্বামী-স্ত্রী ছিটকে পড়ে। তখন দু’জন ওই গাড়ির চাপায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। তবে স্থানীয় লোকজন ও পুলিশ মিলে দ্রুত তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।’

বিজ্ঞাপন

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান সারাবাংলাকে বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দু’জনকে চমেক হাসপাতালে আনা হয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলে লাশ মর্গে পাঠানো হয়।’

পুলিশ পরিদর্শক রেজাউল করিম জানান, দুর্ঘটনার পর চালক মিক্সার মেশিনের গাড়িটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়। পুলিশ সেটি জব্দ করেছে।

সারাবাংলা/আরডি/পিটিএম

টপ নিউজ নিহত স্বামী-স্ত্রী

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর