বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের
৬ এপ্রিল ২০২২ ১৯:৩২ | আপডেট: ৬ এপ্রিল ২০২২ ২০:৫২
সিলেট: সিলেটের জৈন্তাপুরে একটি যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিন জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
বুধবার (৬ এপ্রিল) বিকেলে জৈন্তাপুরের হরিপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। এসময় সিলেট-তামাবিল সড়কে কিছু সময় যানবাহন চলাচল বন্ধ ছিল।
পুলিশ জানিয়েছে, সিলেট থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহীসহ দুর্ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় আহত কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশের একটি দল দুর্ঘটনাস্থলে গিয়ে মরদেহ তিনটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরিয়ে পুলিশ সড়কে যানচলাচল স্বাভাবিক করে।
সারাবাংলা/টিআর