Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অতিরিক্ত গরমে হিলিতে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২২ ১৭:৫৩ | আপডেট: ৬ এপ্রিল ২০২২ ১৮:০৬

দিনাজপুর: ঋতু পরিবর্তন ও অতিরিক্ত গরমের কারণে দিনাজপুরের হিলিতে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। গত কয়েক দিনের গরমে ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন শিশু, বৃদ্ধসহ নানা বয়সের মানুষ। এছাড়াও প্রতিদিন বহির্বিভাগে ১০ থেকে ১৫ জন ডায়রিয়া রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ পরিস্থিতিতে ডায়রিয়া রোগীদের নানা ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, ছোট্ট এই উপজেলাতেও গত ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ২১ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও বহির্বিভাগে প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ জন ডায়রিয়া রোগী চিকিৎসা নিচ্ছেন।

বিজ্ঞাপন

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রফিকুল ইসলাম নামের একজন বলেন, আমার হঠাৎ করে পাতলা পায়খানা হচ্ছে। স্যালাইন খেয়ে কমছে না। তাই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি। তিন দিন হলো ভর্তি আছি। এখন শরীরের অবস্থা একটু ভালো।

আছমা বেগম নামের আরেক রোগী বলেন, আমি হাসপাতালে আমার ছেলেকে নিয়ে এসেছি। কয়েকদিন থেকে ওর পাতলা পায়খানা হচ্ছে। কিছুতেই ভালো হচ্ছে না। শেষে ডাক্তারের পরামর্শ নিয়ে হাসপাতালে ভর্তি করেছি। অতিরিক্ত গরমের কারণে এমনটা হচ্ছে মনে হয়।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা শ্যামল কুমার দাস বলেন, ঋতু পরিবর্তন ও অতিরিক্ত গরমের কারণে হিলিতে কয়েকদিন ধরে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। মূলত এই গরমে বাইরের খাবার ও বাসি খাবার খাওয়ার কারণেই ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। আক্রান্তের বেশিরভাগ শিশু ও বৃদ্ধ। আমরা তাদেরকে চিকিৎসা দিয়ে যাচ্ছি এবং বিভিন্ন পরামর্শ দিচ্ছি।

বিজ্ঞাপন

ডা. শ্যামল কুমার দাস আরও বলেন, ডায়রিয়ার লক্ষণ দেখা দিলে অবশ্যই স্যালাইন খেতে হবে। তাতে ডায়রিয়া নিয়ন্ত্রণে না এলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর সাধারণভাবে এই অতিরিক্ত গরমের সময়ে বাইরের খাবার এড়িয়ে যেতে হবে। বিশুদ্ধ পানি ও মৌসুমি রসালো ফল বেশি বেশি খেতে হবে।

সারাবাংলা/টিআর

ডায়রিয়ার প্রকোপ হিলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর