Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী প্রতিহিংসার শিকার ইশরাক: ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২২ ১৫:৩২ | আপডেট: ৬ এপ্রিল ২০২২ ১৬:১৫

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইশরাক হোসেন একজন প্রতিবাদী বলিষ্ঠ তরুণ নেতা। তার সাহসী ভূমিকায় সরকার ভীত। তাই তিনি আওয়ামী প্রতিহিংসাপরায়ণ রাজনীতির শিকার হলেন।

বুধবার (৬ এপ্রিল) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ সব কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মতিঝিল এলাকায় প্রচারপত্র বিলি করার সময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেনকে গ্রেফতারের পর এ বিবৃতি দেন মির্জা ফখরুল।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে প্রচারপত্র বিলির মতো একটি জনসচেতনতামূলক কর্মসূচি থেকে বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেনকে গ্রেফতারে আবারও প্রমাণ হলো এই সরকার চরম জুলুমবাজ। জনগণের তীব্র ক্ষোভের মুখে তারা এখন নিপীড়নের পথ বেছে নিয়েছে। দিন যতই যাচ্ছে ভোটারবিহীন সরকারের জিঘাংসার মাত্রা ততই ভয়াবহ রূপ ধারণ করছে।’

মির্জা ফখরুল বলেন, ‘চারিদিকে দুর্ভিক্ষের ন্যায় পরিস্থিতি বিরাজ করার কারণে সরকার জনগণকে দমনের জন্য হয়রানি, জুলুম-নির্যাতন, মিথ্যা মামলা, গ্রেফতার ইত্যাদিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এরই ধারাবাহিকতায় প্রকৌশলী ইশরাক হোসেনকে গ্রেফতার করা হয়েছে।’

অবৈধ ক্ষমতা হারানোর ভয়ে সরকার বিকারগ্রস্ত হয়ে পড়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে এই সরকার ক্রুদ্ধ হয়ে উঠেছে। আর এই ভয়ংকর ক্রুদ্ধতার বিষাক্ত ছোবল গিয়ে পড়ছে বিরোধী নেতাকর্মীদের ওপর। সেজন্যই দেশে আইনের শাসনের বদলে আওয়ামী শাসনের এক বীভৎস বিকৃত রূপ ফুলে ফেঁপে উঠেছে। শাসকগোষ্ঠী দেশে এক শ্বাসরুদ্ধকর অবস্থার সৃষ্টি করেছে।’

বিজ্ঞাপন

বিবৃতিতে প্রকৌশলী ইশরাক হোসেনের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সারাবাংলা/এজেড/পিটিএম

ইশরাক হোসেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর