Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০২২ সালের শেষ নাগাদ পদ্মাসেতু চালু হবে: প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২২ ১৩:৫৯ | আপডেট: ৬ এপ্রিল ২০২২ ১৫:৩৩

ফাইল ছবি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: পদ্মাসেতু ২০২২ সালের শেষ নাগাদ চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ জন্য দ্রুত গতিতে কাজ এগিয়ে চলছে।

বুধবার (৬ এপ্রিল) একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশনে নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জমান সরকারের প্রশ্নের জবাবে সরকারপ্রধান এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের সাহসী পদক্ষেপের অংশ হিসেবে সব বাধা বিপত্তি পেরিয়ে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য পদ্মাসেতু হতে যাচ্ছে। এটি ইতিহাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং প্রকল্পগুলোর একটি।’

পদ্মাসেতু প্রকল্পের উভয়প্রান্তে অ্যাপ্রোচ রোড ও সার্ভিস এরিয়ার কাজ শতভাগ শেষ হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘মূল সেতুর ভৌত অগ্রগতি ৯৬ দশমিক ৫০ শতাংশ। বর্তমানে সেতুতে কার্পেটিং, ভায়াডাক্ট কাপের্টিং, ওয়াটারপ্রুফ মেমব্রেন, মূল সেতু ও ভায়াডাক্টের মুভমেন্ট জয়েন্ট, ল্যাম্পপোস্ট, অ্যালুমিনিয়াম রেলিং, গ্যাসের পাইপলাইন, ৪০০ কেভিএ বিদ্যুৎ এবং রেললাইন নির্মাণের কাজ চলমান।’

পদ্মাসেতু প্রকল্পের সংশোধিত ব্যয় ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা বলে তিনি জানান।

এর আগে, গত ৩ এপ্রিল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, এ বছর জুন মাসে পদ্মা বহুমুখী সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

২০২২ সাল চালু পদ্মাসেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর