আবাসিক হোটেল থেকে মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
৬ এপ্রিল ২০২২ ১০:৫৫ | আপডেট: ৬ এপ্রিল ২০২২ ১০:৫৬
বরিশাল: নগরীর রূপাতলী বাস টার্মিনাল সংলগ্ন একটি আবাসিক হোটেল থেকে রুবেল খন্দকার (৩০) নামে এক মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে হোটেল স্বাধীন পার্কের দোতলার উত্তর পাশের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রুবেল বাকেরগঞ্জের এলেঞ্চা গ্ৰামের লতিফ খন্দকারের ছেলে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
হোটেলে লিপিবদ্ধ তথ্যের বরাত দিয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) উজ্জ্বল জানিয়েছেন, নিহত রুবেল খন্দকার দুই সন্তানের জনক ও পেশায় মাছ ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে হলেও নগরের রুপাতলী এলাকায় মাছের ব্যবসা করতেন আর তিনি ওই হোটেলে ভাড়া থাকতেন।
ঘটনাস্থলে আসা তার স্ত্রী বিথি বেগম জানান, স্বামীর ব্যবসার কারণে তারা সন্তানদের নিয়ে বরিশাল নগরেই বসবাস করেন। মাঝে মধ্যে তার স্বামী হোটেলে ঘুমাতে আসতেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, যুবকের মৃত্যু রহস্যজনক বলে মনে হচ্ছে। সুরতহাল শেষে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। মরদেহের ময়নাতদন্তের শেষে বিস্তারিত বলা যাবে।