Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিকেলে হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২২ ১০:৩৯ | আপডেট: ৬ এপ্রিল ২০২২ ১২:৩৮

খালেদা জিয়া, ছবি: সারাবাংলা

ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারও হাসপাতালে নেওয়া হচ্ছে। বুধবার (৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে গুলশানের বাসভবন থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে তাকে।

বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে শায়রুল কবির খান জানান, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী বুধবার বিকেল ৩টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ এপ্রিল) বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা পর্যবেক্ষণ করেন ডা. সাহাব উদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি টিম। শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে ফের হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেন তারা।

এর আগে, টানা ৮১ দিন চিকিৎসাধীন থাকার পর গত ১ ফেব্রুয়ারি বাসায় এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফেরেন বেগম খালেদা জিয়া।

সারাবাংলা/এজেড/এনএস

বিএনপি বেগম খালেদা জিয়া

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর