অধিদফতরের গাড়ি দেখে ফেনসিডিলের ব্যাগ ফেলে পলায়ন
৫ এপ্রিল ২০২২ ১৯:৪৯ | আপডেট: ৫ এপ্রিল ২০২২ ২২:৪৮
রাজবাড়ী: রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) গাড়ির সামনে ব্যাগভর্তি ফেনসিডিল ছুড়ে ফেলে পালিয়েছেন দুই মাদক বিক্রেতা।
মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে জেলার কালুখালী উপজেলার বাংলাদেশ হাট এলাকায় এ ঘটনা ঘটে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক তানভীর হোসেন খান জানান, মঙ্গলবার সকালে মাদক বিক্রেতা মো. ইয়াচ নবী ব্যাগভর্তি ফেনসিডিল নিয়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে ঢাকায় যাচ্ছিলেন। সঙ্গে এক সহযোগীও ছিলেন। ইয়াচট নবী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর গ্রামের হামিদুল্লাহর ছেলে। ফেনসিডিল বহনের জন্য রেজিস্ট্রেশনবিহীন একটি অ্যাপাসি মোটরসাইকেল ব্যবহার করছিলেন তিনি।
তানভীর হোসেন খান বলেন, সোর্সের মাধ্যমে ফেনসিডিল বহনের এ তথ্য জানতে পেরে তাদের ধরতে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি বিশেষ টিম পাংশার মৈশালা পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থান নেয়। ইয়াচ নবী ও তার সহযোগী সেখান দিয়ে যাওয়ার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা তাদের ধরার চেষ্টা করেন। টের পেয়ে দুই মাদক বিক্রেতা দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে স্থান ত্যাগ করার চেষ্টা করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা তাদের ধাওয়া করেন। এসময় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট এলাকায় দুই মাদক বিক্রেতা অধিদফতরের গাড়ির সামনে ব্যাগ ভর্তি ফেনসিডিল ছুড়ে ফেলেন।
ছুড়ে দেওয়া ব্যাগটি গাড়ির সামনের চাকার ভেতর ঢুকে গেলে গাড়িটি থামাতে হয়। এ সুযোগে দুই মাদক বিক্রেতা গ্রামের চিকন রাস্তা দিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যান।
অধিদফতরের কর্মকর্তা তানভীর বলেন, কালো রঙের ব্যাগটি থেকে ১০০ বোতল ফেনিসিডিল উদ্ধার করা হয়েছে। মাদক বিক্রেতা মো. ইয়াচ নবী (৪৫) ও তার অজ্ঞাত সহযোগীর বিরুদ্ধে কালুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সারাবাংলা/টিআর
ফেনসিডিল ভর্তি ব্যাগ মাদক বিক্রেতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর