Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণশুনানিতে বিমানের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

স্টাফ করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২২ ২১:০১ | আপডেট: ৬ এপ্রিল ২০২২ ০০:১৭

ঢাকা: রাষ্ট্রায়াত্ত এয়ারলাইন্স বিমান বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই যাত্রীদের। বিমানের ফ্লাইট শিডিউল ঠিক না থাকা, যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার, ফ্লাইট পরিবর্তনের তথ্য যাত্রীদের না জানানো— এরকম নানা ধরনের অভিযোগ তারা তুলে ধরেছেন।

মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেলে শাহজালাল বিমানবন্দরের বহির্গমন কনকোর্স মিলনায়তনে বিমানবন্দর কর্তৃপক্ষ এক গণশুনানির আয়োজন করেছিল। সেই গণশুনানিতে অংশ নিয়েই যাত্রীরা এসব অভিযোগের কথা বলেন।

বিজ্ঞাপন

গণশুনানিতে অংশ নেওয়া যাত্রীদের অধিকাংশই ছিলেন প্রবাসী। তারা বিমানকে নিয়ে নিজেদের ক্ষোভের কথা তুলে ধরেন। তবে এসময় রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো প্রতিনিধি হাজির ছিলেন না।

গণশুনানিতে প্রবাসী যাত্রী মো. তৌহিদুল ইসলাম বলেন, আবুধাবি থেকে ৫০ হাজার টাকায় যাওয়া-আসার রিটার্ন টিকিট কিনতে পেরেছি। কিন্তু বিমানে আবুধাবিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর টিকিটের ক্ষেত্রে শুধু ওয়ান-ওয়ে ৮০ হাজার টাকা থেকে ১ লাখ ২০ হাজার টাকা গুনতে হয়। এই সমস্যা চলতে থাকলে কোনো প্রবাসী বিমান বাংলাদেশ চড়বে না।

আরেক প্রবাসী মোহাম্মদ রিয়াদ সরকার বলেন, বিমানের কাউন্টারে প্রবাসীদের ভিক্ষুকের মতো মনে করা হয়। আমরা কোনো সহযোগিতাই পাই না। আজ (মঙ্গলবার) বিকেল ৩টায় বিমানের ফ্লাইটে সৌদি আরব যাওয়ার কথা। কিন্তু ফ্লাইটটি কখন যাবে, কিছুই জানাচ্ছে না কেউ! রাষ্ট্রায়ত্ত একটি এয়ারলাইন্সের কেন এই দশা হবে?

এদিকে, গণশুনানি নিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, আমরা যাত্রীসেবা বাড়ানোর চেষ্টা করছি। টিকিটের দাম এয়ারলাইন্সের বিষয়। তাদের সঙ্গে বসে সরকারের পক্ষ থেকে টিকিটের দাম কমানোর চেষ্টা করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, মূলত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে যাত্রীদের চাহিদার তুলনায় উড়োজাহাজের সংখ্যা কম। এ কারণে অন্য দেশের তুলনায় বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর টিকিটের দাম বেশি। বিমান এরই মধ্যে ভাড়া কমিয়েছে, আসনসংখ্যাও বাড়িয়েছে।

গণশুনানিতে আরও উপস্থিত ছিলেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিদায়ী নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান, নবনিযুক্ত নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম, বিমানবন্দর আর্মড পুলিশের কমান্ডিং অফিসার মোহাম্মদ রাশেদুল ইসলাম খানসহ অন্যরা।

সারাবাংলা/এসজে/টিআর

গণশুনানি বিমান বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বেবিচক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর