Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাটাহাম্বারের চাপায় পুলিশ কনস্টেবল নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২২ ১৭:১৫ | আপডেট: ৫ এপ্রিল ২০২২ ২২:১২

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় শ্যালো মেশিনের ইঞ্জিনচালিত অবৈধ যানবাহন লাটাহাম্বারের চাপায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। পরে স্থানীয়দের সহায়তায় লাটাহাম্বারের চালক পিরোজখালী গ্রামের কুরবান আলীর ছেলে রাজীবকে (২০) পুলিশ আটক করেছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার পুড়োপাড়ায় রাজা ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত আবু বক্কর (৫৫) কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার গবরা গ্রামের মরহুম সিতাব উদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, কনস্টেবল আবু বক্কর কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি চুয়াডাঙ্গা থেকে ফিরছিলেন। পুড়োপাড়ায় মহিষ বহনকারী অবৈধ যানবাহন লাটাহাম্বারকে অতিক্রম করতে গেলে আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে তিনি সড়কের ওপর পড়ে যান। এরপর লাটাহাম্বারের চাপা পড়ে তিনি আহত হন।

ওসি জানান, আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজুর রহমান তাকে মৃত ঘোষণা করেন। মরদেহের ময়নাতদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সারাবাংলা/টিআর

পুলিশ কনস্টেবল নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর