স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যুর অভিযোগ
৫ এপ্রিল ২০২২ ২০:৪৭ | আপডেট: ৫ এপ্রিল ২০২২ ২১:৫৮
বরিশাল: পাবিবারিক কলহের জের ধরে বরিশালে মুলাদিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মো. মনিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে নিহত মরিয়মের পরিবার। তবে এখন পর্যন্ত মনিরকে আটক করতে পারেনি পুলিশ।
মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম (২৪) উপজেলার গাছুয়া গ্রামের মো. মনিরের স্ত্রী। তাদের সংসারে দুইটি সন্তান রয়েছে।
নিহত মরিয়মের বোনের ছেলে মো. রবিউল ইসলামের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার মনির তার স্ত্রী মরিয়মকে নিয়ে শ্বশুরবাড়ি উপজেলার পাতারচর গ্রামে যাচ্ছিলেন। পথে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর মনির সড়কেই তার স্ত্রীকে বেদম মারধর করেন।
পুলিশ জানিয়েছে, এসময় মরিয়ম সংজ্ঞা হারিয়ে সড়কে লুটিয়ে পড়লে মনির মোবাইল ফোনে তাদের বাড়িতে জানায়। এরপর বাড়ি থেকে লোকজন গিয়ে মরিয়মকে উদ্ধার করে মুলাদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুলাদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড।
ওসি আরও জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়রের প্রস্তুতি চলছে।
সারাবাংলা/টিআর