Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেডিকেলে ১১ হাজার আসনের বিপরীতে উত্তীর্ণ ৭৯৩৩৯ [তালিকাসহ]

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২২ ১৫:১৯ | আপডেট: ৫ এপ্রিল ২০২২ ১৬:৪২

ঢাকা: দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় পাস করেছেন ৭৯ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী। ফলাফল অনুযায়ী ছেলেদের তুলনায় মেয়েরা বেশি পাস করেছে। তবে সরকারি-বেসরকারি মিলিয়ে আসন রয়েছে মাত্র ১১ হাজার।

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বিজ্ঞাপন

ফল প্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে। ছেলেদের তুলনায় মেয়েরা বেশি পাস করেছে। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছে মেয়ে।

ফলাফল ঘোষণায় জানানো হয়, এ বছর এক লাখ ৩৯ হাজার ৭৪২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। পরীক্ষার জন্য আবেদন করেছিলেন এক লাখ ৪৩ হাজার ৯১৫ জন। এবারের পরীক্ষায় পাস করেছেন ৭৯ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী। এদের মধ্যে ৩৪ হাজার ৮৩৩ জন ছেলে, মেয়ে ৪৪ হাজার ৫০৪ জন উত্তীর্ণ হয়েছে। মেয়েদের পাসের হার ৫৬ দশমিক ০৬ শতাংশ। ছেলেদের পাসের হার ৪৩ দশমিক ১৩ শতাংশ।

পরীক্ষায় সর্বোচ্চ ৯২ দশমিক ৫ নম্বর পেয়েছেন সুমাইয়া মোসলেম মীম নামে এক শিক্ষার্থী। তিনি খুলনা মেডিকেল কলেজ কেন্দ্র থেকে অংশ নিয়েছিলেন।

ফলাফল ঘোষণায় আরও জানানো হয়, উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে চার হাজার ৩৫০ জন দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পাবেন। বাকিদের মধ্যে মেধাক্রম অনুযায়ী ৭২টি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন। বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৬ হাজার ৪৮৯টি।

বিজ্ঞাপন

ফলাফল অনুযায়ী সরকারি কলেজে ১ হাজার ৮৮৫ জন ছাত্র এবং ২ হাজার ৩৪৫ জন ছাত্রী ভর্তি হতে পারবেন।

২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল দেখুন এখানে—

সারাবাংলা/এসবি/পিটিএম

উত্তীর্ণ ভর্তি মেডেকেল কলেজ

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর