Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দুধকলা দিয়ে সাপ পোষা চলে কিন্তু ছোবল থেকে রেহাই পাওয়া যায় না’

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২২ ১৫:০১ | আপডেট: ৫ এপ্রিল ২০২২ ১৫:০২

ঢাকা: সরকারের ওপর দায় চাপিয়ে নিজেদের অযোগ্যতা, অক্ষমতা ও ব্যর্থতা আড়াল করার অপচেষ্টা করছে বিএনপি নেতারা বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বিএনপির উদ্দেশে বলেন, ‘দুধ কলা দিয়ে সাপ পোষা চলে কিন্তু তার ছোবল থেকে রেহাই পাওয়া যায় না।’

মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে নিজের বাসভবনে ব্রিফিংকালে তিনি এই মন্তব্য করেন।

‘সরকার ব্যর্থতা ঢাকতে বিএনপি নেতাকর্মীদের বানোয়াট মামলায় কারাগারে আটক রাখতে বেপরোয়া হয়ে গেছে’— বিএনপি নেতাদের এমন অভিযোগকে সরকারের বিরুদ্ধে চিরাচরিত মিথ্যাচার বলে দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সরকারের বিরুদ্ধে কোন ইস্যু খুঁজে পাচ্ছে না বলেই কিছু একটা বলতে হবে বলেই এসব নেতিবাচক মিথ্যার আশ্রয় নিচ্ছে বিএনপি। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার জন্যই বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে তাদের কর্মীদের ক্ষোভ তীব্র থেকে তীব্রতর হচ্ছে, তাই দলীয় কর্মীদের রোষানল থেকে বাঁচতে বিএনপি নেতারা আবোল তাবোল বকছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘দেশে আইন তার নিজস্ব গতিতে চলছে, আইন আদালতের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই। শেখ হাসিনার কাছে অপরাধীর রাজনৈতিক কোনো পরিচয় নেই। দেশের মানুষ দেখেছে নিজ দলের সমর্থকরা, নেতারা অপরাধী হলে সরকার আইনগত ব্যবস্থা গ্রহণে বাধা দেয়নি, আইনের গতিকে বাধাগ্রস্ত করেনি।’

শুদ্ধি অভিযানে নিজ দলের অনেক নেতা গ্রেফতার হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী সুনির্দিষ্ট অভিযোগে কোনো অপরাধীকে গ্রেফতার করলেই বিএনপি ঢালাও অভিযোগ তোলেন এবং মিথ্যাচার করেন।’ এসময় বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘তাহলে কি নিজ দলে চিহ্নিত অপরাধীদের পুষতে চায় বিএনপি? অপরাধী আর দুর্নীতিবাজ তোষণ এবং লালন নীতি বিএনপির রাজনৈতিক সংস্কৃতির অংশ।’

বিজ্ঞাপন

অপরাধী কিংবা অপকর্মকারীরা কখনো কোনো দলের স্বার্থের পক্ষে ইতিবাচক ভূমিকা রাখে না বলেও মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘অপরাধীদের দল যদি অন্যের ক্ষতি করার জন্য পুষতে থাকে তাহলে শেষ পর্যন্ত অপরাধীদের দ্বারা তাদের দলেরই ক্ষতি হয়। দুধ কলা দিয়ে সাপ পোষা চলে, কিন্তু তার ছোবল থেকে রেহাই পাওয়া যায় না।’

সারাবাংলা/এনআর/এমও

ওবায়দুল কাদের ছোবল দুধকলা সাপ পোষা