Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ২০ জুনের মধ্যে

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২২ ১৪:৪৫ | আপডেট: ৫ এপ্রিল ২০২২ ১৬:৫১

ঢাকা: আগামী ২০ জুনের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। চলতি এপ্রিলের শেষ সপ্তাহে এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

মঙ্গলবার (৫ এপ্রিল) নির্বাচন কমিশনের প্রথম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে নির্বাচন কমিশন সচিব খন্দকার হুমায়ুন কবির সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের জন্য চলতি এপ্রিল মাসের শেষ সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। এই নির্বাচন ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।’

এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘আগামী ১৬ মে’র মধ্যে কুমিল্লা সিটি নির্বাচন করার কথা আইনে বলা থাকলেও প্রস্তুতির কারণে তা করা সম্ভব হচ্ছে না। তবে এতে আইনের কোনো ব্যত্যয় হবে বলে আমরা মনে করছি না।’

ইসি সচিব বলেন, ‘কুমিল্লা সিটি নির্বাচন নিয়ে আইনি কোনো জটিলতা রয়েছে কি না এ বিষয়ে আমরা গত ৭ মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দিই। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় চিঠির কোনো জবাব না দেওয়ায় আমরা ফের ৩০ মার্চ চিঠি দেওয়া হয়। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে গত ৪ এপ্রিল স্থানীয় নির্বাচন কমিশনকে জানানো হয়েছে, কুমিল্লা সিটি নির্বাচন করতে আইনি কোনো জটিলতা নেই ‌।’

ইসি সচিব বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে নির্বাচন কমিশনের চিঠির জবাব যথাসময়ে না দেওয়ার কারণে নির্ধারিত সময়ের মধ্যে কুমিল্লা সিটি নির্বাচন করা সম্ভব হচ্ছে না।’

সারাবাংলা/জিএস/পিটিএম

২০ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর